ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফর

টি২০ সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০০, ১৯ আগস্ট ২০১৮

টি২০ সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ মিঠুন কী অসাধারণ ব্যাটিংটাই না করলেন। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি২০তে ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮০ রানের ইনিংস খেললেন। মিঠুনের এ ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়ে টি২০ সিরিজ জিতে নিল বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি বিঘিœত ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় করল সৌম্যবাহিনী। সিরিজের প্রথম ম্যাচটিতে ৪ উইকেটে জিতে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে গিয়ে বৃষ্টি আইনে ৫১ রানে জিতে সিরিজে সমতা আনে আয়ারল্যান্ড ‘এ’ দল। তৃতীয় ম্যাচটি জিতে সিরিজ বাংলাদেশ ‘এ’ দলের। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়েছে। ডাবলিনে শুক্রবার বৃষ্টি বিঘিœত তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টি২০’র দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। টস জিতে ব্যাট করতে নামে আইরিশরা। ৫ উইকেট হারিয়ে ১৮ ওভারে ১৮৩ রান করে। সাইফউদ্দিন ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ১৮৭ রান করে জিতে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের শুরুটা ভাল হয়নি। ৪৪ রানেই হারায় ৩ উইকেট। এরপরই চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি সিং মিলে ১১১ রানের জুটি গড়েন। এই দু’জনের ফিফটিতে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় আইরিশরা। পোর্টারফিল্ড ৩৯ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে করেন সর্বোচ্চ ৭৮ রান। সিমি ৪১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু স্টুয়ার্ট থম্পসন (১২)। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক সৌম্য সরকার। এই দু’জনের উদ্বোধনী জুটিতে আট ওভারেই বাংলাদেশ ছুঁয়ে ফেলে এক শ’ রান। সৌম্য দেখে শুনে খেললেও শুরু থেকেই আগ্রাসী ছিলেন মিঠুন। ২৩ বলে ঝড়োগতিতে ফিফটি তুলে নেন মিঠুন। সৌম্য ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে ফিফটি থেকে ৩ রান দূরে থাকতে সাজঘরে ফিরেন। আর এতে করে ভাঙ্গে ১১৭ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্রুতই ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৬) ও জাকির হাসান (১৩)। অপরদিকে মিঠুন আইরিশ বোলারদের ওপর চড়াও হয়েই থাকেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮০ রানের আলো ঝলমলে ইনিংস খেলে ফেরেন মিঠুন। শেষদিকে আল আমিন জুনিয়র ও মুমিনুল হকের ২৫ রানের জুটিতে ৭ বল বাকি থাকতেই দল জয়ের বন্দরে পৌঁছে যায়। আল আমিন ১৩ বলে ২১ ও মুমিনুল ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। আইরিশদের পক্ষে শেন গেটক্যাট ৩টি উইকেট নেন। স্কোর ॥ আয়ারল্যান্ড ‘এ’ দল ইনিংস ॥ ১৮৩/৫; ১৮ ওভার (টম্পসন ১২, গ্যারেথ ডেলানি ৯, পোর্টারফিল্ড ৭৮, বালবার্নি ১, সিমি ৬৭, শেন ৫, টাকার ০*; খালেদ ০/৩৭, সাইফ ৪/২৮, শরিফুল ১/৪১, সৌম্য ০/৪০, তাইজুল ০/৩০)। বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ॥ ১৮৭/৪; ১৬.৫ ওভার (মিঠুন ৮০, সৌম্য ৪৭, শান্ত ৬, জাকির ১৩, আল আমিন জুনিয়র ২১*, মুমিনুল ১১*; সিমি ০/৪৩, চেইস ০/২৭, ডেভিড ডেলানি ০/১৪, লিটল ১/৫০, ডাকরেল ০/১৪, শেন ৩/৩৬)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে জয়ী। সিরিজ ॥ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ ‘এ’।
×