ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবসরজীবন উপভোগ করছেন ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ০৬:৫৬, ১৯ আগস্ট ২০১৮

  অবসরজীবন উপভোগ করছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ এবি ডিভিলিয়ার্সভক্তদের জন্য খবরটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় গত মে মাসে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৪ বছর বয়সী ড্যাশিং উইলোবাজ। কারণ হিসেবে অতিরিক্ত চাপের কথাই জানিয়েছিলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ খ্যাত প্রোটিয়া ব্যাটসম্যান। ভক্তদের জন্য খারাপ লাগলেও অবসরজীবন উপভোগ করছেন ডি ভিলিয়ার্স, ‘এটা ঠিক ম্যাচে চার-ছক্কা মারা, বড় সেঞ্চুরি করাটা দারুণ। যেখানে সবাই তোমাকে নিয়ে আনন্দ করবে। মাথায় তুলে রাখবে। তবে সত্যি কথা বলতে, এগুলোর অভাব আমি এখন আর অনুভব করি না। অবসরজীবন খুব সুখে কাটাচ্ছি। এ রকমই থাকতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘প্রচুর চাপ ছিল আমার ওপর। মনে হতো সবাই আমার ওপরই নির্ভর করছে। রান করার চাপে কখনও কখনও অসহ্যকর পরিস্থিতি তৈরি হতো!’ অবসরের পর এখন পরিবারকেই বেশি সময় দিতে চান ডি ভিলিয়ার্স, ‘ক্রিকেট ছাড়ার পর অনেক শান্তিতে রয়েছি। জানি এটা বললে ঠিক হতো, আমি ক্রিকেটের অভাব টের পাচ্ছি। কিন্তু আপনাদের বলতে চাই, যে ক’জন ক্রিকেটার রয়েছেন, প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাড়তি চাপ অনুভব করে। যারা বলছে করি না, তারা প্রত্যেকে সমর্থকদের বোকা বানাচ্ছে, সঙ্গে নিজেকেও।’
×