ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

মেসিকে ছাড়া আর্জেন্টিনা, ব্রাজিলে নেই মার্সেলো

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ আগস্ট ২০১৮

 মেসিকে ছাড়া আর্জেন্টিনা, ব্রাজিলে নেই মার্সেলো

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর বেশিরভাগ দলে আসছে আমূল পরিবর্তন। বিশ্বের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। আসছে সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাট বসবে বিশ্বের নানা প্রান্তে। ব্রাজিল ও আর্জেন্টিনাও মাঠে নামবে। এসব ম্যাচের জন্য শুক্রবার রাতে দল ঘোষণা করেছে দল দু’টি। দু’টি দল থেকেই বেশ কয়েকজন তারকা ফুটবলার বাদ পড়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আগেই জানিয়েছেন চলতি বছর আর দেশের হয়ে মাঠে নামবেন না। যে কারণে তার না থাকাটা কোন চমক না। তবে দলে নেই ডি মারিয়া, এ্যাগুয়েরো, হিগুয়াইনরাও। অন্যদিকে ব্রাজিল দলে নেইমার থাকলেও বাদ পড়েছেন মার্সেলো। বিশ্বকাপে সুপারফ্লপ গ্যাব্রিয়েল জেসুসকেও দলে রাখেন সেলেসাও বস টিটে। গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ)। মেসি-মারিয়া-এ্যাগুয়েরো ছাড়াও গঞ্জালো হিগুয়াইন, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস রোজো, লুকাস বিগলিয়া, এঞ্জো পেরেজকেও দলে রাখেননি আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। তবে কোচের ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাউরো ইকার্ডি ও মার্টিনেজ। ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সার্জিও রোমেরো দলে জায়গা পেয়েছেন। রাশিয়া বিশ্বকাপের দলে ইকার্ডিকে দলে সুযোগ দেননি সাবেক কোচ জর্জ সাম্পাওলি। কিন্তু স্কালোনি ইন্টার মিলানের স্ট্রাইকারকে ফিরিয়ে এনেছেন। দলে আরও ডাক পেয়েছেন পাওলো দিবালা। গত ১৩ ম্যাচ ধরে আর্জেন্টিনার হয়ে গোল পাননি দিবালা। দলে জায়গা দেয়া হয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনেকে। আগামী ৭ সেপ্টেম্বর গুয়াতেমালা ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করে তারা। এ কারণে সর্বশেষ ঘোষিত ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি ঘটে আর্জেন্টিনার। তাদের অবস্থান ১১তম। এদিকে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তারুণ্যনির্ভর দল গড়েছেন ব্রাজিল কোচ টিটে। ডাক পেয়েছেন বার্সিলোনার আর্থার ও ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রেয়াস পেরেইরা। চলতি মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সিলোনায় যোগ দিয়েছেন আর্থার। কাতালানদের হয়ে তরুণ মিডফিল্ডারের শুরুটাও হয়েছে দারুণ। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন মার্সেলো, মিরান্ডা, পাউলিনহো, ফার্নান্ডিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। সর্বোচ্চ পর্যায়ে তরুণরা কেমন করে দেখতে অভিজ্ঞ কয়েকজনকে দলের বাইরে রাখার কথা জানান কোচ টিটে। ব্যক্তিগত কারণে দলে নেই ম্যানচেস্টার সিটির তারকা গোলরক্ষক এডারসন। তার জায়গায় ডাক পেয়েছেন হুগো। অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এখন থেকে প্রতিটি দলে একজন করে অনুর্ধ-২০ দলের খেলোয়াড়কে রাখবেন সেলেসও কোচ। আগামী ৭ সেপ্টেম্বর নিউজার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর ওয়াশিংটনে এল সালভাদরের মুখোমুখি হবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দল ঘোষণার পর দলের সেরা তারকা নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রাজিল কোচ। বিশ্বকাপে ফাউলকে অতিরঞ্জিত করার চেষ্টার জন্য সমালোচনা সইতে হয়েছে পিএসজি তারকাকে। তবে ব্রাজিল কোচ টিটে মনে করছেন, মাঠের আচরণের জন্য প্রশংসা করা উচিত তারকা এই ফরোয়ার্ডের। টিটে বলেন, নেইমার তার আচরণ, সেরে ওঠা ও শৃঙ্খলার জন্য প্রশংসা পাওয়ার দাবিদার। আমার কখনই নেইমারের সঙ্গে কোন সমস্যা ছিল না। তার সঙ্গে কাজ করাটা খুব সহজ। আমার দৃষ্টিতে নেইমার বিশ্বের সেরা তিনজন খেলোয়াড়ের একজন।
×