ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ নিয়ে মাঠের বাইরের ঝামেলায় ভারত

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ আগস্ট ২০১৮

 এশিয়া কাপ নিয়ে মাঠের বাইরের ঝামেলায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ ইস্যুতে মাঠের বাইরে ক্রমাগত ঝামেলায় পড়ছে প্রভাবশালী ভারত! পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টটি ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আচরণের কারণে প্রতিবেশী পাকিস্তান বাদ সাধলে এটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়। মূলত ভারতের হয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। একসময় যেদেশে দল পাঠানো বন্ধ করে দিয়েছিল ভারত, সেই দেশকেই এবার তাদের সম্মান বাঁচানোর জন্য বেছে নেয়া হয়েছে। সরকারীভাবে এই ঘোষণা করেন বোর্ডের (বিসিসিআই) ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী। তিনি জানিয়ে দেন, ‘এবার এশিয়া কাপ ভারতীয় বোর্ডের হয়ে আয়োজন করবে আমিরাত।’ কিন্তু যেহেতু বোর্ড অন্য দেশে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে তাই শোনা যাচ্ছে বিদেশী মুদ্রায় লেনদেন নিয়ে দ্বিমত দেখা দিয়েছে বোর্ডকর্তা ও কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) মধ্যে। এক সিনিয়র বিসিসিআই কর্তার মতে, ২০০৯-এ দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজনে বিদেশী মুদ্রা লেনদেন সংক্রান্ত আইন ভাঙ্গার যে অভিযোগ উঠেছিল বোর্ডের বিরুদ্ধে সেই অভিযোগ ফের উঠতে পারে। এ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে আড়াই কোটি ডলার দিচ্ছে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য, সেখানে আমিরাতে হওয়ায় সেই খরচ অনেক বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা।
×