ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০২, ১৯ আগস্ট ২০১৮

টুকরো খবর

ইয়াবাসহ এএসআই আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সকালে মীরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় ইয়াবার চালানসহ আটক হয়েছে পুলিশের এক এএসআই। তার নাম আবুল বাশার। র‌্যাব-৭ এর সদস্যরা তাকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে। র‌্যাব সূত্র জানায়, আটক আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার বৈশেরহাট এলাকার জনৈক আবদুল হামিদের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে বারইয়ার হাট এলাকা থেকে ইয়াবাসহ এএসআইকে আটক করে। র‌্যাব জানায়, ওই এএসআই কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম হয়ে ইয়াবার চালান নিয়ে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। সে গত ২৬ মার্চ শশী দলে বিজিবির হাতে মদ্যপ অবস্থায় আটক হয়েছিলেন। ওই ঘটনার পর তাকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন ক্লোজড করা হয়। ক্লোজড থাকা অবস্থায় তিনি ইয়াবার চালান নিয়ে আটক হলেন। র‌্যাব-৭ এর সিও লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, গত জুলাই মাসে আবুল বাশার ১৯ হাজার ইয়াবার একটি চালান নিয়ে নারায়ণগঞ্জ গিয়েছিলেন। . ব্যাংকারের বাসায় ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। বাসার লোকদের অচেতন করে শনিবার রাত ৩ টার দিকে অবসরপ্রাপ্ত ব্যাংকার বিজয় ভূসন চন্দ্রের বাড়িতে এ ডাকাতি হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ৪ জনের ডাকাতদল অবসরপ্রাপ্ত ব্যাংকার বিজয় ভূসন চন্দ্রের বাসা ও পাশের ভাড়াটে অপর বাসায় জানালা ভেঙ্গে ঘরে ঢুকে বাসার সবাইকে অচেতন করে ৫ লাখ ৪১ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ৮টি মোবাইল সেট নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় বাসা থেকে ২ মহিলা ও এক যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। . শ্রীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মাল লুট করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ডাকাতদলের একজনকে আটক করে। তার নাম আল-আমীন। সে হবিগঞ্জ জেলা সদরের রামপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। জানা গেছে, শনিবার ভোর ৩টার দিকে ৬ সদস্যের একটি সশস্ত্র ডাকাতদল উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে বাবুল মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এসময় ডাকাতরা ওই ঘর থেকে আড়াই লাখ টাকা ও ৩ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মাল লুট করে। এসময় টের পেয়ে বাড়ির ভাড়াটিয়া সাজু সরদার দরজা খুলে এগিয়ে এলে ডাকাতরা তাকেও জিম্মি করে তার পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ডাকাতরা সাজুর ঘর থেকেও ২৩ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মাল লুট করে পালিয়ে যেতে থাকে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তারা ডাকাত দলের পিছু ধাওয়া করে ডাকাত সদস্য আল আমিনকে আটক করে গণধোলাই দেয়। . সারদায় অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ব্যারাকে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্যারাকে থাকা ক্যাডেটদের শিক্ষাসনদসহ আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের সময় ক্যাডেটরা প্রশিক্ষণে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সকাল পৌনে ৬টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, অগ্নিকান্ডে ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবদেন দিতে বলা হয়েছে। তিনি জানান, শনিবার সকাল পৌনে ৬টার দিকে বহিরাগত ক্যাডেটরা যখন প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন তখন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একাডেমির ৬ তলা আউট সাইড ক্যাডেটদের ব্যারাকের নিচ তলায় আগুন লাগে। . বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদের আগেই বকেয়া মজুরি পরিশোধ এবং শ্রমিকদের উপর কর্তৃপক্ষের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাবান্ধা স্থলবন্দরের লোড আনলোড কুলি শ্রমিকরা। শনিবার দুপুরে এই দাবিতে তারা বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাসড়ক ধরে স্থলবন্দর এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বাংলাবান্ধা স্থলবন্দর লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করে। পরে সংগঠনটির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাবান্ধা স্থলবন্দর লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আজাদ আলী, সহসভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মনজু আলী ও অর্থ সম্পাদক আজিজুল ইসলামসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, ৬ আগস্ট রাতে বাংলাবান্ধা স্থলবন্দরে লেবার হ্যান্ডলিংয়ের জন্য নিয়োজিত ইজারা প্রতিষ্ঠান এটিআই লিমিটেডের কাছ থেকে কুলি শ্রমিকদের মজুরি বাবদ ২৪ লাখ ৮৩ হাজার টাকা আদায়ের জন্য এটিআই লিমিটেডের স্থানীয় প্রতিনিধিদের অবরুদ্ধ করে রাখে বন্দর লোড আনলোডের সঙ্গে সংশ্লিষ্ট দুই শ্রমিক সংগঠনের সদস্যরা। এর মধ্যে এটিআই লিমিটেড শ্রমিকদের মাত্র ১৪ লাখ মজুরি পরিশোধ করে। এ বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী আল তারেক জানান, শ্রমিকরা এটিআইয়ের কাছে টাকা পেতেই পারে। এটা শ্রমিক ও এটিআই লিমিটেডের বিষয়। কিন্তু তারা ল্যান্ডপোর্ট লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করেছে। এমনকি প্রশাসনিক ভবনে ভাংচুর করেছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি।
×