ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ ভিক্ষুককে পুনর্বাসন

প্রকাশিত: ০৬:০১, ১৯ আগস্ট ২০১৮

পাঁচ ভিক্ষুককে পুনর্বাসন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ আগস্ট ॥ ভিক্ষুক পুনর্বাসন পরিকল্পনার আওতায় ৫ ভিক্ষুককে আর্থিক এবং উপকরণ প্রদান করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর ও টেপাগাড়ি গ্রামের এই ৫ ভিক্ষুককে জেলা প্রশাসকের উদ্যোগে পুনর্বাসন কর্মসূচীর আওতায় আনা হয়। এরা হলো টেপাগাড়ি গ্রামের আয়জান ও মমের আলী, ফতেপুর গ্রামের জোব্বার মন্ডল, কছিম উদ্দিন এবং আব্দুল আজিজ। শনিবার বেলা ১টায় ফতেপুর বাজারে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ভিক্ষুক আয়জান, জোব্বার মন্ডল ও মমের আলীর হাতে ১০টি করে হাঁসসহ একটি করে বাক্স প্রদান করেন। কছিম উদ্দিনকে একটি দোকানঘরসহ নগদ ২ হাজার টাকার মাল সামগ্রী ক্রয় করে দেয়া হয়।
×