ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৌলতপুরে ব্যবসায়ীকে জবাই

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ আগস্ট ২০১৮

দৌলতপুরে ব্যবসায়ীকে জবাই

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৮ আগস্ট ॥ দৌলতপুরে মনিরুল ইসলাম (৪৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে তার নিজ বাড়িতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত মনিরুল কামাল হোসেনের ছেলে। পুলিশ ও তার স্বজনরা জানায়, মনিরুলের স্ত্রী সন্তান ঢাকাতে থাকায় হোসেনাবাদে নিজ বাড়িতে মনিরুল একায় থাকতেন। প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে একা শুয়ে ছিলেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার ছোট ভাইয়ের ছেলে নাস্তা দিতে গিয়ে দেখে তার বাড়ির দরজা খোলা অবস্থায় রয়েছে। এ সময় বাড়ির দোতলায় গলাকেটে জবাই করা অবস্থায় তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা হয়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুলের পৈতৃক বাড়ি উপজেলার সীমান্তসংলগ্ন বগমারী এলাকায়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় অল্পদিনের মধ্যে সে বিপুল সম্পদের মালিক হয়ে যায়। পরে তার ব্যবসায়িক সুবিধার জন্য সপরিবারে তিনি উপজেলার হোসনেবাদ এলাকায় চলে আসেন। নিহত মনিরুল মূলত গরু ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার বিরুদ্ধে মাদক, হুন্ডি, সোনা চোরাচালানসহ নানা অভিযোগ রয়েছে। স্ত্রী সন্তান ঢাকাতে থাকায় ইদানীং তার বাড়িতে নিয়মিত জুয়ার আড্ডাও বসতো বলে এলাকাবাসী জানায়। . সাভারে পুলিশের সোর্স নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল (৩৫), পিতা-আলতাফ হোসেন। সে সাভার বাজার রোডে অবস্থিত প্রাইম ব্যাংকের ৬ তলায় ভাড়া থাকত। জানা গেছে, এদিন বিকেলে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদের পাশে ওই যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সোহেল সোর্স হিসেবে কাজ করত। . চরফ্যাশনে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন ভোলা থেকে জানান, চরফ্যাশন পৌরসভা ২নং ওয়ার্ডে শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা বেগম (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার নিহতের স্বামী আবদুল মন্নান ও ননদ জান্নাত বেগমকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। নিহতের ৮ বছরের কন্যাসন্তান সুফিয়া বলেন, শুক্রবার রাতে আমার ছোট ভাই মমিনের শরীরে জান্নাত ফুফুর ছেলে রিদয় (৫) প্রসাব করে। মা জিজ্ঞাসা করলে জান্নাত ফুফুর সঙ্গে কথার কাটাকাটি হয়। এতে জান্নাত বেগম চেয়ার ও মোড়া দিয়ে মা কে মারধর করে এতে রাতে সে মারা যায়। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। . নওগাঁয় আদিবাসী গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শুক্রবার রাতে ধামইরহাটে এক আদিবাসী গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যাকারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ভেড়ম সোনাদিঘী আদিবাসী পল্লীর সেভেন মুরমু (৬০) ও তার স্ত্রী ফুলমনি হাসদা (৫০) রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এর মাঝে তাদের পারিবারিক কলহ বাধে। কলহের একপর্যায়ে সেভেন মুরমু মোটা বাঁশের গোড়ালি দিয়ে ফুলমনির মাথা, গাল ও ডান হাতে সজোরে মারতে থেকে। এতে ফুলমনির মাথা ফেটে রক্ত ক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে সে মারা যায়। ফুলমনি ২ পুত্র সন্তানের জননী। অবস্থা বেগতিক দেখে ঘাতক স্বামী সেভেন মুরমু পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। পরে খবর পেয়ে শনিবার সকালে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার এবং লাশ উদ্ধার করে। . বাঁশখালীতে ছাত্রীর রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, উপজেলার পৌর সদরের আসকরিয়া পাড়ায় এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শনিবার বেলা ১১টার দিকে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরির নিমিত্তে বাঁশখালী মেডিক্যালে উদ্ধারে গেলে বাধা প্রদান করে ওই কলেজ ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা। তবে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ছাত্রী পৌরসভার ৭ নং ওয়ার্ডের আসকরিয়া পাড়া এলাকার মনির আহমদের পুত্র ওমান প্রবাসী ওবাইদুলের স্ত্রী আমেনা বেগম (১৯)। লাশ উদ্ধার করে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, পৌরসভার আসকরিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষে পড়ুয়া আমেনা বেগম সঙ্গে গত ৩ মাস আগে একই এলাকার মনির আহমদের পুত্র ওমান প্রবাসী ওবাইদুলের বিবাহ হয়।
×