ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সম্পত্তি আত্মসাত

প্রতিবন্ধী সন্তানসহ বিধবাকে দুমাস গৃহবন্দী রেখে নির্যাতন

প্রকাশিত: ০৫:৫২, ১৯ আগস্ট ২০১৮

 প্রতিবন্ধী সন্তানসহ বিধবাকে দুমাস গৃহবন্দী রেখে নির্যাতন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় এক বিধবা নারী ও তার নয় বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশু পুত্রকে দুই মাস ধরে গৃহবন্দী রেখে নানাভাবে নির্যাতন করে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে শহীদ হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নির্যাতিত নারী শাহিনা আক্তার ডলি ও তার স্বজনরা। ডলি সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার মরহুম শাহাদাৎ উল হক চৌধুরী শরীফের স্ত্রী। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে ইউ আকসির ও জেলা মহিলা পরিষদের সভানেত্রী লক্ষ্মী চক্রবর্তী, হাসিনা পারভীন, আঞ্জুমান আরা আকসিরসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত ডলির ভাই অহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে নির্যাতিতা নারীর অভিযোগ, স্বামী বেঁচে থাকতে তার টাকায় দুই দেবর চাকরি করতে বিদেশে যায় এবং পৈত্রিক জমির উপর পাঁচতলা ভবন নির্মাণ করা হয়। যেখানে সিংহভাগ অর্থ ব্যয় করা হয় তার স্বামীর রোজগারের টাকা। ২০১২ সালের ৩০ এপ্রিল স্বামী মারা যাওয়ার এক মাস পর পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা বিধবা ডলি ও তার বাকপ্রতিবন্ধী সন্তান রাফীকে এলাকার সালিশের মাধ্যমে দান করে শ্বশুরের পরিবার। কিন্তু লিখিত কাগজপত্র না দিয়ে গত জানুয়ারি মাসে শাশুড়ি মাকসুদা জানান ভবনসহ পুরো সম্পত্তি প্রবাসী দুই দেবর আরিফ ও শ্যামলকে লিখে দেয়া হয়েছে। এরপর সন্তানসহ ডলিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। তিনি বাড়ি ছেড়ে না যাওয়ায় দুই মাস ধরে মা ও প্রতিবন্ধী ছেলেকে একটি ঘরে বন্দী রেখে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে সমাজে সুবিচার না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতা নারী ডলি। সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেন।
×