ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবসে বিসিএস প্রশাসন একাডেমির আলোচনা সভা

প্রকাশিত: ০৫:৫১, ১৯ আগস্ট ২০১৮

জাতীয় শোক দিবসে বিসিএস প্রশাসন একাডেমির আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রশাসন একাডেমি। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং বিশেষ আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। -বিজ্ঞপ্তি সোনালী ব্যাংক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার সোনালী ব্যাংকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল মকবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ, সাবেরা আক্তারী জামাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ। সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। -বিজ্ঞপ্তি
×