ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাইস চেয়ারম্যানসহ ৫ জামায়াত নেতা আটক

প্রকাশিত: ০৫:৫০, ১৯ আগস্ট ২০১৮

  ভাইস চেয়ারম্যানসহ ৫ জামায়াত নেতা  আটক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গোপন বৈঠকের সময় নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডিমলা উপজেলা খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা জামায়াতের আমির মহিউর রহমান, জনতা ডিগ্রী কলেজের প্রভাষক ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মুজিবর রহমান (৪২), বালাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির জয়নুল আবেদিন (৬৫) পূর্ব ছাতনাই ইউনিয়নের জামায়াত আমির আবুল বাসার মোহাম্মদ সামছুল হক (৬২) ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণখড়িবাড়ি গ্রামের জামায়াতের সক্রিয় রোকন আলতাফ হোসেন (৩৮)। এ সময় বিপুল পরিমাণ জিহাদী বই ও সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। ডোমার-ডিমলা সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে ডিমলা উপজেলা জামায়াতের আমিরের বাড়িতে গ্রেফতারকৃতরা আরও বেশ কিছু জামায়াতের নেতাকর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় ১০/১২জন বুঝতে পেরে আগেই পালিয়ে যায়। . ফটিকছড়িতে শিবিরের ৫ নেতাকর্মী নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা এলাকা থেকে শিবিরের ৫ নেতাকর্মীকে গোপন বৈঠককালে বিপুল পরিমাণ জিহাদী বইসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দাঁতমারা এলাকার বিদ্যুত বিভাগের সরকারী একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন (২৬), দাঁতমারা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আবু জাফর (২৪), ছাত্র শিবিরের কর্মী মঈনুদ্দিন (২৩), মামুন (২০), কাশেম (২৫)। এ সময় তাদের নিকট থেকে পুলিশ বিভিন্ন ধরনের জিহাদী বই উদ্ধার করে।
×