ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হৃৎপিন্ডে অনিয়মিত স্পন্দনের অত্যাধুনিক চিকিৎসা শুরু

প্রকাশিত: ০৫:৪১, ১৯ আগস্ট ২০১৮

হৃৎপিন্ডে অনিয়মিত স্পন্দনের অত্যাধুনিক চিকিৎসা শুরু

নিখিল মানখিন ॥ দেশের সরকারী হাসপাতালগুলোর মধ্যে প্রথমবারের মতো হৃৎপিন্ডের অনিয়মিত স্পন্দনের অত্যাধুনিক চিকিৎসা শুরু হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে এই চিকিৎসা চালানো হয়। দেশের কয়েকটি বেসরকারী হাসপাতালে চালু থাকলেও এই রোগের চিকিৎসা খুব ব্যয়বহুল। কিন্তু নামমাত্র ব্যয়েই জাতীয় হৃদরোগ হাসপাতালে এই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আফজালুর রহমান জনকণ্ঠকে জানান, হাসপাতালে প্রথমবারের মতো ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের চিকিৎসা চালু হওয়ায় রোগীরা উপকৃত হচ্ছে। এ্যাট্রিয়াল ফ্লাটার, এ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেনট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ও প্রিম্যাচিউর ভেনট্রিকুলার কন্ট্রাকশন হৃদস্পন্দনের জটিল সমস্যা বলে পরিচিত। বর্তমান বিশ্বে এ ধরনের জটিল হৃদস্পন্দনের সমস্যার জন্য ত্রিমাত্রিক ম্যাপিং পদ্ধতির মাধ্যমে চিকিৎসা অত্যন্ত সফল ও জনপ্রিয়। অদূর ভবিষ্যতে জটিল অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের সব রোগী দেশেই সফল ও সঠিক চিকিৎসাসেবা পাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ডাঃ আফজালুর রহমান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ইলেক্ট্রোফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মহসীন হোসেন জনকণ্ঠকে জানান, সর্বাধুনিক এই চিকিৎসা পদ্ধতির সফল প্রয়োগ বাংলাদেশের হৃদরোগের চিকিৎসাসেবাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সরকারী পর্যায়ে ইলেক্ট্রোফিজিওলজি বিভাগ ও ত্রিমাত্রিক ম্যাপিং পদ্ধতির মাধ্যমে চিকিৎসা শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চালু আছে। বিশেষজ্ঞরা জানান, সব মানুষের হৃৎপিন্ড স্বাভাবিক অবস্থায় সুন্দর একটি তালে চলে, এই তালকে হৃদস্পন্দন বলে। যদি কোন কারণে এই তালে বেতাল ঘটে বা হৃৎপিন্ড এলোমেলোভাবে চলে অথবা থেমে থেমে কিংবা খুব দ্রুত বা খুব আস্তে চলে, তাকে অনিয়মিত হৃদস্পন্দন বলে। প্রতিবার হৃৎপিন্ড সঙ্কোচন শুরু করার পূর্বে একটি বৈদ্যুতিক সঙ্কেতের প্রয়োজন হয়। এই বৈদ্যুতিক সঙ্কেত হৃৎপি-ের একটি নির্দিষ্ট অংশ থেকে উৎপত্তি হয়ে থাকে, যাকে পেসমেকার বলা হয়।
×