ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শবনম মোস্তফা কিডনি রোগে আক্রান্ত ॥ চিকিৎসায় সহায়তা করুন

প্রকাশিত: ০৫:২২, ১৯ আগস্ট ২০১৮

 শবনম মোস্তফা কিডনি রোগে আক্রান্ত ॥ চিকিৎসায় সহায়তা করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রিয় পাঠক, কিডনি রোগে আক্রান্ত শবনম মোস্তফার (৩৪) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। টাঙ্গাইলের সদর পৌরসভার দক্ষিণ থানা পাড়ায় তার বাড়ি। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নিজামউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু শবনম মোস্তফার পরিবারের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তার স্বামী মোঃ জাকির মোস্তাফা টাঙ্গাইলের স্থানীয় পত্রিকার সাংবাদিক, তাদের সংসারে দুটি শিশু সন্তান রয়েছে। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। গত এক বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় শবনম মোস্তফার চিকিৎসার জন্য সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭২৯-৮৮৬০৯৫ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-নিলুফা ইয়াসমিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি:, মোহাম্মদপুর শাখা, আসাদ এ্যাভিনিউ, ঢাকা, হিসাব নং-১২০৭। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×