ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের পাঁচ সদস্য

প্রকাশিত: ০৫:২১, ১৯ আগস্ট ২০১৮

  খালেদা জিয়ার সঙ্গে  দেখা করলেন  পরিবারের  পাঁচ সদস্য

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের পাঁচ সদস্য। শনিবার বিকেলে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তবে কারাগার থেকে বেরিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বিকেল ৪টায় খালেদা জিয়ার পরিবারের ৫ সদস্য কারা ফটকে গিয়ে কারা কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি চান। অনুমতি মেলায় সাড়ে চারটায় পরিবারের সদস্যরা কারাগারে প্রবেশ করে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তার সঙ্গে সাক্ষাত করা পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, কোকোর বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাসিয়া রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা রহমান এবং ভাগ্নে ডাঃ মামুন । জানা যায়, কিছুদিন আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়ে অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। শনিবার তারা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তারা প্রায় ১ ঘণ্টাব্যাপী খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এর আগে ৩ আগস্ট পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। এর ১৫ দিন পর শনিবার আবার তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন পরিবারের সদস্যরা। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদ-াদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন। তিনি কারাগারে যাওয়া দলের নেতা, আইনজীবী ও পরিবারের সদস্যরা বেশ ক’বার কারাগারে গিয়ে সাক্ষাত করেছেন। তবে যতবারই তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ততবারই তিনি অসুস্থ বলে জানিয়েছেন। আর সুচিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ থেকে জানানো হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাঁকে চিকিৎসার জন্য বেসরকারী হাসপাতালে ভর্তি করার কোন প্রয়োজন নেই।
×