ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরকীয়া প্রেমের জেরে স্বামীকে কুপিয়ে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:১৯, ১৯ আগস্ট ২০১৮

পরকীয়া প্রেমের জেরে স্বামীকে কুপিয়ে স্ত্রীর আত্মহত্যা

নিয়াজ আহমেদ লাবু ॥ স্বামীর পরকীয়া প্রেম ও নির্যাতন সইতে না পেরেই জ্যোৎস্না নৃশংস কান্ড ঘটিয়েছে। নিজেই ধারালো অস্ত্র দিয়ে স্বামী স্বপনকে ঘাড়ে ও গলায় আঘাত করে রক্তাক্ত করে। পরে জ্যোৎস্না আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, স্বামীর পরকীয়া প্রেমের জেরেই জ্যোৎস্না আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে তিনি স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করেছেন বলে মনে করা হচ্ছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিহতের স্বামী আবু সাঈদ স্বপনের (৪০) অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিবার জানায়, দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন স্বপন-জোৎস্না র। পারিবারিকভাবেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান সাজিদ হোসেন ইফতি (১৫) ও সানজিদা আক্তার জোহা (৭)। তবে সংসারে স্ত্রী-সন্তান থাকার পরও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্বপন। তখন থেকেই স্ত্রী-সন্তানদের খরচ বহন করলেও সংসারের প্রতি অনেকটা উদাসীন ছিলেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ চলতে থাকে। এসব কলহের কারণে জোৎস্নার ওপর শারীরিক নির্যাতন ছাড়াও নানা ধরনের মানসিক অত্যাচার করত স্বপন। স্বামীর পরকীয়া ও নির্যাতন সইতে না পেরেই জোৎস্না এমন নৃশংসতার পথ বেছে নেন বলে দাবি করেছেন জোৎস্নার স্বজনরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগের একটি বাসায় দুই সন্তানকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বামী আবু সাঈদ স্বপনকে (৪০) কুপিয়ে আহত করেন স্ত্রী জোৎস্না আক্তার (৩০)। এরপর পাশের ঘরে গিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জোৎস্না । পরে আহত আবু সাঈদ স্বপন ও তার দুই সন্তানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। স্টোমাক ওয়াশ করে দুই সন্তান ইফতি ও জোহাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। গুরুতর আহত স্বপন এখনও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বপনের গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী গ্রামে। তিনি রাজধানীর বেইলি রোডে চেইন স্টোর ইনফিনিটি’তে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তাদের ছেলে সাজিদ হোসেন ইফতি মতিঝিল মডেল স্কুলের ৯ম শ্রেণীতে ও মেয়ে সানজিদা আক্তার জোহা মতিঝিল সরকারী আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। পাঁচ বছর ধরে তারা যাত্রাবাড়ীর গোলাপবাগের ২৫ খ/১ মোসাম্মৎ ফিরোজা বেগমের বাড়ির ৫ম তলার দুই রুমের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।
×