ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অশুভ শক্তি ক্ষমতায় এলে আমাদের অর্জিত সাফল্য ধ্বংস হয়ে যাবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৬, ১৯ আগস্ট ২০১৮

 অশুভ শক্তি ক্ষমতায় এলে আমাদের অর্জিত সাফল্য ধ্বংস হয়ে  যাবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দল সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ সংসদ নির্বাচন সামনে। সেজন্য আগামী চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কারণ ’৭১ ও ’৭৫ এর অশুভ শক্তি এখনও সক্রিয়। এই অশুভ শক্তি ক্ষমতায় এলে গত দশ বছরে অর্জিত আমাদের সাফল্যগুলো ধ্বংস হয়ে যাবে। অশুভ শক্তিকে পরাজিত করতে ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা ওদেরও শেষ সময়, আমাদেরও চূড়ান্ত সময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দল শরিক জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরা এর বাইরে যাব না, যাব না, যাব না। যাবার প্রশ্নই ওঠে না। বিএনপিকে বলব- ভয় পান কেন। আমরা নির্বাচনের মাঠে খেলেই জিততে চাই। বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, দেশ স্থিতিশীল। জনগণ নিশ্চয়ই এই শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হোক তা চায় না। জনগণ আবার দুর্নীতির হাওয়া ভবন বানাতে চায় না। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি মীমাংসিত। অনির্বাচিত তত্ত্বাবধায়ক ব্যবস্থায় আমরা কেন যাব? জেনেশুনে ওই ফাঁদে আমরা আর পা দিতে পারি না। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে জেপি চেয়ারম্যান ও পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতিবিদরা যদি রাজনীতিনির্ভর না হয়ে আমলানির্ভর হন তাহলে সেখানে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে। জনতার রায় নিয়ে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন; জেল-জুলুম-অত্যাচারের শিকারও হতে হয় তাদেরই; অথচ কর্তৃত্ব থাকবে আমলাদের ওপর-এটা রাজনীতিবিরুদ্ধ। এই মৌলিক চিন্তা-ভাবনার বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। সেজন্য বলি, রাজনীতিবিদদের হাতে যেদিন এই কর্তৃত্ব রক্ষিত হবে-সেইদিনই বিপ্লব সমাপ্ত হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এস কে সিকদার, বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ অসিত বরণ রায়, জেপি নেতা এ ্এইচ সালাহউদ্দিন মাহমুদ, এজাজ আহমেদ মুক্তা প্রমুখ। মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটা বাতিল হবে ॥ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া বাকি সব কোটা বাতিল হচ্ছে। আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ বিজয়ী হবে জানিয়ে তিনি বলেন, উপমহাদেশে জওহর লাল নেহেরুর পর সংসদীয় গণতন্ত্রে একটানা তিনবারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বিএমএ ভবনে আয়োজিত সংগঠনটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি, বিএমএ মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
×