ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধূমপান ছাড়তে ই-সিগারেট

প্রকাশিত: ০৪:৫০, ১৯ আগস্ট ২০১৮

 ধূমপান ছাড়তে ই-সিগারেট

ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেট নিয়ে দুনিয়াজুড়ে বিতর্ক রয়েছে। তবে এবার ব্রিটেনে এমপিদের একটি কমিটি ই-সিগারেটের পক্ষে বক্তব্য নিয়ে এসেছে। দেশটিতে এমপিদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাপিং বা ই-সিগারেট সাধারণ বা তামাকের সিগারেটের থেকে কম ক্ষতিকর। ফলে ই-সিগারেটের ব্যবহার সহজলভ্য হলে সেটা অনেক মানুষকে তামাকের সিগারেটের ব্যবহার বা ধূমপান থেকে বিরত থাকতে সাহায্য করবে। -বিবিসি
×