ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃত ১২২ বিপন্ন প্রজাতির কচ্ছপ

প্রকাশিত: ০৪:৫০, ১৯ আগস্ট ২০১৮

 মৃত ১২২ বিপন্ন প্রজাতির কচ্ছপ

ঢেউয়ের তোড়ে শুক্রবার মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর পুয়েরতো আরিস্তার সৈকতে ভেসে এসেছে ১২২টি মৃত কচ্ছপ। এদের বেশিরভাগই বিপন্ন প্রজাতির। কী কারণে কচ্ছপগুলোর মৃত্যু হলো, তা পরিষ্কার নয়। তবে এগুলোর ১০ শতাংশের মাথায় ও খোলের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো মাছ ধরার বড়শি বা জালের কারণে হয়েছে। মেক্সিকো ১৯৯০ সালে সমুদ্রে কচ্ছপ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু কচ্ছপের ডিমের জন্য গড়ে উঠেছে কালোবাজার। - ওয়েবসাইট
×