ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলা সুপ্রীমকোর্টের রায়

মাদুরোবিরোধীদের প্রত্যর্পণে সরকারকে ক্ষমতা

প্রকাশিত: ০৪:৪৯, ১৯ আগস্ট ২০১৮

  মাদুরোবিরোধীদের প্রত্যর্পণে  সরকারকে ক্ষমতা

ভেনিজুয়েলার শীর্ষ আদালত শুক্রবার নির্ধারিত সাবেক সরকারী প্রসিকিউটর লুইজা ওর্তেগা ও সাবেক তেলপ্রধান রাফায়েল রামিজকে প্রত্যর্পণে সরকারকে ক্ষমতা দিয়েছে। এরা দুজনই নিকোলাস মাদুরোর বিরোধী। সুপ্রীমকোর্ট বৃহস্পতিবার বিরোধী নেতা জুলিও বর্গেমকেও প্রত্যর্পণের একই সিদ্ধান্ত দেয়। তার বিরুদ্ধে গত মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওর্তেগার মতো বর্গেমও পার্শ্ববর্তী কলম্বিয়াতে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএয়ের সাবেক প্রধান ও মাদুরোর শক্তিশালী বিরোধী রামিজ পালিয়ে গেছেন স্পেনে। বিরোধী এ সিদ্ধান্তের বিষয়ে দল বলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের জন্য মাদুরো তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রায় প্রত্যাখ্যান করছে। পররাষ্ট্রমন্ত্রী জর্জ এরিয়াজা এ সপ্তহের প্রথম দিকে ৪ আগস্টের ঘটনায় সহযোগী হিসেবে ভূমিকা রাখার জন্য ওর্তেগাকে অভিযুক্ত করেন। মাদুরো ওই দিন কারাকাসে এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে লাইভ টেলিভিশনে যখন ভাষণ দিচ্ছিলেন তখন অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণ হয়। মাদুরো বলেছেন, ড্রোন থেকে ফেলা ওই বোমা হামলা চালানো হয় তাকে হত্যার জন্য। ওর্তেগা ওই ঘটনায় কোন ধরনের জড়িত থাকার বিষয় অস্বীকার করেন। তিনি এক টুইটে বলেছেন, আমার লড়াই হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে এবং সে লড়াইয়ে আমার অস্ত্র হচ্ছে আইন। মাদুরোর বিরোধীদের বিরুদ্ধে অভিযানে ৯০ সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। রামিজের বিরুদ্ধে ইতোমধ্যে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। ভেনিজুয়েলা কর্তৃপক্ষের ওই বোমা হামলা ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে ১ জন বিরোধী দলীয় রাজনীতিবিদ, ১ জন জেনারেল ও ১ জন কর্নেল রয়েছেন। যুক্তরাষ্ট্র শুক্রবার তাদের আটক করায় নিন্দা প্রকাশ করেছে। -এএফপি
×