ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিতে পারে ড্রোন

প্রকাশিত: ০৪:৪৮, ১৯ আগস্ট ২০১৮

 নিরাপত্তা বিশেষজ্ঞদের  ঘুম কেড়ে নিতে  পারে ড্রোন

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ড্রোন হামলা দেখিয়ে দিয়েছে যে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে। তার ওপর হামলায় ব্যবহৃত উচ্চমাত্রার বিস্ফোরক ভর্তি ড্রোনগুলো ড্রোন-সক্ষম হামলাগুলোর ঝুঁকি তুলে ধরেছে। এ ধরনের হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের কিছু সরঞ্জাম রয়েছে। ফেডারেল ল’ এনফোর্সমেন্ট এ্যান্ড সিকিউরিটি এজেন্সি নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু আইনের কারণে অননুমোদিত। এই প্রযুক্তি হুমকি সৃষ্টি করতে পারে এমন ছোট ড্রোনকে চিহ্নিত করতে বা বিকল করে দিতে পারে। ব্লুমবার্গ ভিউ। কংগ্রেসে ঝুলে থাকা আইনের উদ্দেশ্য হচ্ছে আইনবহির্ভূত ড্রোনকে নিরসন করতে এজেন্সিগুলোর সঙ্গে কর্তৃপক্ষকেও নির্দেশ দেয়া। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিতভাবেই ওই ড্রোনগুলো ভবিষ্যতে আরও হুমকি হয়ে দেখা দেবে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ইলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের অধ্যাপক হাগ গাসটারসন বলেন, অব দ্য সেল্ফ ড্রোনের কারণে ভবিষ্যতে আমাদের জন্য অনেক সমস্যা জমা রয়েছে এবং আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছি না।
×