ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

প্রকাশিত: ০৪:৪৬, ১৯ আগস্ট ২০১৮

 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ গ্রহণ করলেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের(পিটিআই) প্রধান ইমরান খান দেশটির প্রেসিডেন্ট হাউসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট মামনুন হুসাইন তাকে শপথবাক্য পাঠ করান। ওই সময় ইমরানের চোখে জল দেখা গেলেও মুখে ছিল হাসি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ইমরান ও ফার্স্ট লেডি বুশরা ইমরান আগত অতিথিদের অভিবাদন জানান। খবর ডন ও বিবিসির। এবারই প্রথম কোন বেসামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করল। শপথ অনুষ্ঠান শেষে ইমরান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে তা আধা ঘণ্টা দেরিতে শুরু হয়। কালো রঙের শেরওয়ানি পরিহিত ইমরান ইসলামাবাদে তার বানিগালা বাসস্থান থেকে আইওয়ান-ই-সদরে (প্রেসিডেন্ট হাউস) পৌঁছান। তার স্ত্রী ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোরান থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসিরুল মুলক, ন্যাশনাল এ্যাসেম্বলি স্পীকার আসাদ কায়সার, সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমানবাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসিসহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য অতিথির মধ্যে সেখানে উপস্থিত ছিলেন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা, ভারতের সাবেক ক্রিকেটার নভোজিত সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা, ওয়াসিম আকরাম, পাঞ্জাব এ্যাসেম্বলির নবনির্বাচিত স্পীকার চৌধুরী পারভেজ ইলাহি, সঙ্গীতশিল্পী সালমান আহমেদ ও আবরারুল হক, অভিনেতা জাভেদ শেইখ ও ন্যাশনাল এ্যাসেম্বলির সাবেক স্পীকার ড. ফাহমিদা মির্জা। ইমরান ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। এ অনুষ্ঠানের সাক্ষী হতে তিনি তার সাবেক টিমমেটদের কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইমরান শুক্রবার ন্যাশনাল এ্যাসেম্বলির নবনির্বাচিত প্রতিনিধিদের ভোটে প্রধানমন্ত্রী পদে তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রার্থী শাহাবাজ শরীফকে পরাজিত করে নিজের প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত করেন। ইমরান পান ১৭৬ ভোট আর শাহবাজ পান ৯৬ ভোট। ২৫ জুলাইয়ের নির্বাচনে ইমরানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) সবচেয়ে বড় পার্লামেন্টারি দল হিসেবে আবির্ভূত হয়। ১২০ আসন পাওয়ার পর প্রধানমন্ত্রী পদের প্রার্থিতার জন্য তিনিই এগিয়ে ছিলেন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওযায় ছোট দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন নিশ্চিত করেছিল পিটিআই। যে কারণে ইমরানের প্রধানমন্ত্রীত্ব এক রকম নির্ধারিতই ছিল। ক্রিকেটের বরপুত্র থেকে রাজনীতিতে যোগ দেয়ার দীর্ঘ ২০বছরের বেশি সময় পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ইমরান আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও অনেকের মতে, পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীই ইমরানকে ক্ষমতায় এনেছে। ইমরানকে সামনে রেখে তারাই মূলত দেশ পরিচালনা করবে।
×