ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিন্দায় সাবেক গোয়েন্দারা

প্রকাশিত: ০৪:৪৬, ১৯ আগস্ট ২০১৮

ট্রাম্পের নিন্দায় সাবেক গোয়েন্দারা

সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক পরিচালকরা ও অপর কয়েকজন মার্কিন উর্ধতন গোয়েন্দা তাদের সহকর্মী জন ব্রেনানকে কালোতালিকাভুক্ত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে নজিরবিহীন বিবৃতি দিয়েছেন। খবর এএফপির। এক বিবৃতিতে সিআইএর সাবেক শীর্ষ পরিচালকরা ট্রাম্পের নিরাপত্তা অনুমোদন সংক্রান্ত বিষয়ে ব্রেনানকে অব্যাহতি দেয়ার বিষয়ে নিন্দা জানান। নিন্দাকারীদের মধ্যে সাবেক রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের মনোনীত সিআইএর প্রধানরা রয়েছেন। তাদের মধ্যে রবার্ট গেটস, জর্জ টেনেট, পোরটার গোজ, লিওন প্যানেটা ও ডেভিড পেট্রাউস অন্যতম। এছাড়াও অনেক সাবেক গোয়েন্দাও এই বিবৃতিতে তাদের সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, জন ব্রেনানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ এবং অপর সাবেক কর্মকর্তাদের প্রতি একই ধরনের হুমকির লক্ষ্য হচ্ছে তাদের কণ্ঠরোধ করা। ট্রাম্পের পদক্ষেপকে অন্যান্য ও অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা এ বিষয়ে জোর দিয়েছেন যে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিরাপত্তা অনুমোদন প্রদান অথবা প্রত্যাহারের ঘটনা এর আগে কখনও দেখা যায়নি। বিবৃতিটি সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপার ও সাবেক সিআইএ পরিচালক মাইকেল হেডেন স্বাক্ষর করেছেন। ট্রাম্পের মতে, তালিকা অনুযায়ী আরও অনেক লোক তাদের নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন হারাবে। অবসর নেয়ার পর সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের প্রায়ই নিরাপত্তা বিষয়ক কর্মকা- চালিয়ে নেয়ার জন্য ডেকে পাঠানো হয়। অধস্তন কর্মকর্তারা নিরাপত্তার বিষয়গুলো নিয়ে পরামর্শ করার জন্য সাবেকদের সঙ্গে অলোচনা করেন। হোয়াইট হাউস জানিয়েছে, ব্রেনান ট্রাম্পের একজন কঠোর সমালোচক। তার খেয়ালি আচরণের জন্য নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প জানান, ব্রেনানের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তটির সঙ্গে ২০১৬সালের নির্বাচনে তার প্রচারাভিযান ও রাশিয়ার হস্তক্ষেপে প্রভাবিত হওয়া সম্পর্কে সম্ভাব্য যোগাযোগ নিয়ে চলমান ফেডারেল তদন্তের সঙ্গে যুক্ত ছিল। সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি বিষয়টিকে কঠোর উইচ হান্ট বলব। এটি লজ্জাজনক। এই লোকগুলো একে নেতৃত্ব দিচ্ছে। তাই আমি মনে করি কিছু একটা করা দরকার। ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচকদের মধ্যে সাবেক এ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেনও রয়েছেন। এই ইউএস নেভি সিলের কমান্ডারের নেতৃত্বে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। তিনি বলেন, আপনি আপনার কাজের মাধ্যমে আমাদের সন্তানদের চোখে আমাদের বিব্রত করছেন। বিশ্ব পর্যায়ে আমাদের অপমান করছেন। যা সবচেয়ে খারাপ পর্যায়ে যাচ্ছে। একটি জাতি হিসেবে আপনি আমাদের বিভক্ত করছেন। ট্রাম্পের বেশিরভাগ রিপাবলিকান মিত্র তার পদক্ষেপকে করেছেন অথবা বিষয়টিকে নিয়ে জনসম্মুখে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তিনি জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তা ব্রুস ওহরের ওপর থেকে নিরাপত্তা অনুমোদন প্রত্যাহার করবেন। তিনি ট্রাম্প সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এর এক অংশ হচ্ছে তার স্ত্রী এমন একটি কোম্পানিতে কাজ করেন যেটি প্রেসিডেন্টের বিরুদ্ধে রাশিয়ার যোগসাজশের অভিযোগ সংক্রান্ত প্রমাণ উত্থাপন করেছেন। ট্রাম্প সাংবাদিকদের জানান, ব্রুস ওহর একজন মর্যাদাহানিকর ব্যক্তি। আমার মনে হয় আমি তাকে খুব শীঘ্রই অব্যাহতি দেব।
×