ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলএনজি সরবরাহ শুরু

প্রকাশিত: ০৪:৪৩, ১৯ আগস্ট ২০১৮

এলএনজি সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার ॥ কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির পাইপ লাইনে সরবরাহের মধ্য দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি যুগে প্রবেশ করল বাংলাদেশ। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে কর্ণফুলীর রিং মেইন লাইনে এলএনজি রিগ্যাসিফিকেশন করে সরবরাহ করা হয়। শনিবার ৭৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হয়েছে। আগামী এক সপ্তাহ জুড়েই এই হারে গ্যাস সরবরাহ করা হবে। বিগত ২০১২ সালে এলএনজি আমদানির উদ্যোগ নেয়া হয়। দীর্ঘ ছয় বছরের প্রচেষ্টার পর শনিবার থেকে এলএনজি সরবরাহ শুরু হলো। তবে আগে কয়েক দফা সময় দিয়েও এলএনজি সরবরাহ শুরু করতে না পারায় শনিবার কোন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এলএনজি সরবরাহ শুরু করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি-আরপিজিসিএল। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহমেদ মজুমদার শনিবার বিকেলে জানান, গত এক সপ্তাহ জুড়েই পাইপ লাইনে আমরা প্রেসার (চাপ) পরীক্ষা করা হয়েছে।
×