ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএমএসে জাহিদের প্রথম মৌলিক গান ‘পান’

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ আগস্ট ২০১৮

 ডিএমএসে জাহিদের প্রথম মৌলিক গান ‘পান’

স্টাফ রিপোর্টার ॥ ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ শিরোনামের সেই গানটি ২০১৬ সালের শুরুর দিকে নেট দুনিয়ায় তোলপাড় করে। আপন ঢংয়ে গেয়ে রাতারাতি তারকা বনে যান একটি বালক। ফেসবুক-ইউটিউবে শুরু হয় তাকে নিয়ে উচ্ছ্বাস। তার গান দিয়ে নির্মিত হয় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও। সে হলো সৈকত শিল্পী জাহিদ। তার ভাষ্য মতে, ইন্টারনেটে ভিডো (ভিডিও) দেখার পরে সবাই এখন আমার গান শুনতে চায়। আমার সঙ্গে ছবি তোলে, কথা বলে, আমার মাথায় হাত বুলায় দেয়। সবাই আমারে অনেক আদর করে। আমি মডেলিংও করছি। টিভিতেও আমাকে দেখা যায়। আমার ভাল লাগে। সেই জাহিদ এবার নিয়ে আসছে নিজের প্রথম মৌলিক গান। গানের শিরোনাম ‘পান’। লোক ঘরনার এই গানটির লিখেছেন এবং সুর করেছেন প্রিন্স রুবেল। গানটির সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শাহরিয়ার পলক নির্মাণ করেছেন গানটির ভিডিও। ভিডিওতে থাকছে জাহিদের সরব উপস্থিতি। গানটি প্রসঙ্গে জাহিদ বলেন, ‘পান’ অসম্ভব সুন্দর একটি গান। অনেক মজা করে গানটি গেয়েছি। ভিডিওতে অভিনয় করেছি। আমার মতো শ্রোতা-দর্শকরাও গানটি শুনে এবং ভিডিও দেখে মজা পাবে। সবার ভাল লাগবে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ঈদ উৎসব উপলক্ষে আজ ১৯ আগস্ট রবিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে গানরে ভিডিও। পাশাপাশি গানটি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে শোনা যাবে।
×