ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ড.কামাল

প্রকাশিত: ০৮:১৫, ১৮ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ড.কামাল

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতি ছাত্র আন্দোলনে গুজব ও উস্কানি দেয়ার অপরাধে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দেয়ার অনুরোধ জানিয়েছেন ড. কামাল হোসেন। এ জন্য প্রধান মন্ত্রীর কাছে দেখা করার জন্য সুযোগও চেয়েছেন তিনি। জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি’ শিরোনামে আয়োজিত সংহতি সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল এই অনুরোধ জানান। ড. কামাল বলেন, ‘ছাত্ররা কী চায়! তারা সংস্কার চেয়েছে। সংস্কার একটি ভাল শব্দ। এর মানে হচ্ছে আরও কী করে ভাল করা যায়। বিশ্বের সব দেশেই সংস্কার একটি ভাল শব্দ। ক্ষমা চাওয়ার বিষয়ে বঙ্গবন্ধুর কাছে গেলে তিনিও ক্ষমা করে দিতেন। বঙ্গবন্ধুর কন্যার কাছে এর চেয়ে কম আশা করি না।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে ড. কামাল বলেন, ‘আপনি অবশ্যই বিশ্বাস করেন যে আমি আপনার শুভাকাক্সক্ষী। এই ৮১ বছর বয়সে আপনার কাছে আবেদন করতে পারি, ছেলেদের ছেড়ে দেন। এরা যেন নিজেদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারে। এই উদারতা আপনি দেখাবেন। ক্ষুদ্র মানুষ হিসেবে আবেদন করছি ওদের ছেড়ে দিন।’
×