ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ আগস্ট ২০১৮

 পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দেবীগঞ্জে দশম শ্রেণীর ছাত্রী কবিতা রানী বিশ্বাসকে ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে মানববন্ধন পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। শুক্রবার সকালে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বর এলাকায় এই কর্মসূচী পালন করে তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কল্যাণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক জ্যোতিষ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পঞ্চগড়ের সভাপতি জীবধন বর্মন, কবিতার বাবা রাজেন্দ্রনাথ বিশ্বাস ও মা আয়ান্তি বালা। এ সময় বক্তারা কবিতাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
×