ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খানজাহান আলী বিমানবন্দর

আরও ৫২৯ একর জমির দখল হস্তান্তর

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ আগস্ট ২০১৮

 আরও ৫২৯ একর  জমির দখল  হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরের জন্য নতুন করে অধিগ্রহণকৃত আরও ৫২৯ একর জমির দখল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে হস্তান্তর ও জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার ফয়লায় খানজাহান আলী বিমানবন্দর এলাকায় জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে নতুন করে অধিগ্রহণকৃত এ জমির দখল হস্তান্তর করে। নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরের জন্য নতুন অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত মালিকদের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, এমপি তালুকদার হাবিবুন নাহার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব মোঃ হেমায়েত হোসেন, পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব সাইফুল ইসলাম, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প পরিচালক শহীদুল আফরোজ প্রমুখ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল করতে সম্পূর্ণ সরকারী ব্যয়ে রামপালে এই বিমানবন্দর হচ্ছে। ২০১৫ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় পূর্ণাঙ্গ রূপে এ বিমানবন্দরের নির্মাণ কাজ সম্পন্ন করতে নতুন করে ৫৪৫ কোটি টাকা অনুমোদন দেয়।
×