ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তাসহ নিহত সাত

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ আগস্ট ২০১৮

  সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তাসহ  নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্র্যাক কর্মকর্তা, সাতক্ষীরায় হেলপার, গাজীপুরে পোশাক কর্মীসহ দুই, রায়পুরে যুবক, ঝিনাইদহে এক ব্যক্তি নিহত, নারায়ণগঞ্জে আরোহী ও মাগুরায় চার গরু মারা গেছে। সিলেটে আহত ৪০ যাত্রী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নওগাঁ ঈদে আর বাড়ি ফেরা হলো না পত্নীতলার ব্র্যাক কর্মকর্তা শফিকুলের। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পত্নীতলা উপজেলা সদর নজিপুর-নওগাঁ সড়কের ব্র্যাক অফিসের সন্নিকটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্র্যাক কর্মকর্তা শফিকুল নিহত হন। শফিকুল ইসলাম (৩৬) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধর্মপুর কাশিপুর এলাকার খানসার আলীর (খানসাব) পুত্র বলে জানা গেছে। তিনি প্রায় এক বছর যাবত পত্নীতলা ব্র্যাক অফিসে একাউন্ট সেকশনে (বিএও) কর্মরত ছিলেন। তার ঈদের ছুটিতে শুক্রবার সকালে বাড়ি যাওয়ার কথা ছিল বলে পত্নীতলা ব্র্যাক অফিস সূত্রে জানা গেছে। . সাতক্ষীরা সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজলপুরে ইঞ্জিনভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কে লাইন পরিবহনের হেলপার শাহাদাত গাজী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনার আহত হওয়ার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা তিনটার দিকে চুকনগর এলাকায় তিনি মারা যান। নিহত শাহাদত গাজী সদর উপজেলার তুজুলপুর গ্রামের মৃত আজিজার রহমান গাজীর ছেলে ও কে লাইন পরিবহনের হেলপার। নিহতের আত্মীয় জানান, সকালে ইঞ্জিনভ্যান যোগে ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার পথে তুজুলপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাহাদাত গাজী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করে দেয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। . গাজীপুর গাজীপুরে গাড়ির চাকায় পিষ্ট হওয়ার পৃথক ঘটনায় শুক্রবার গার্মেন্টসের এক নারী কর্মীসহ দু’জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ লোকজন একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ সময় তারা গাড়ির চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জয়দেবপুর থানার এসআই মিলাদুন্নবী ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে যাত্রীবাহী একটি লেগুনা জয়দেবপুর যাচ্ছিল। লেগুনাটি বেপরোয়া গতিতে যাওয়ার পথে ঢাকা-জয়দেবপুর সড়কে নলজানি এলাকায় এক পথচারীকে ধাক্কা ও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা লেগুনা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং লেগুনাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। নিহতের নাম গাজী সারওয়ার হোসেন (৩৮)। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার আটবাড়ি গ্রামের গাজী মোশারফ হোসেনের ছেলে। সে গাজীপুরের মালেকের বাড়ি এলাকার একটি ফার্মেসিতে বিক্রয় কর্মী হিসেবে কাজ করত। আটক চালকের নাম মোঃ আব্দুল করিম (২২)। সে ময়মনসিংহের গফরগাঁও থানার জিরানীবাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। এদিকে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান জানান, একইদিন সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় শাহজালাল ব্যাংকের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান এক গার্মেন্টস কর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের নাম সালমা বেগম (৪০)। . ঝিনাইদহ ঝিনাইদহ সদরের সাধুহাটি গার্লস স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালের দিকে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স ৪০-৪৫ বছর হবে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গার্লস স্কুলের পাশে সড়কের ওপর ক্ষতবিক্ষত একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। . রায়পুর, লক্ষ্মীপুর রায়পুরে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (২৬) নামে যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ছয়বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের আবাবিল গ্রামের মোঃ মুকবুল হোসেনের ছেলে ও ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি। জানা যায়, শুক্রবার রায়পুর থেকে মোটরসাইকেলযোগে দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের মাঝি বাড়ি জামে মসজিদে জুমার নামাজে যাওয়ার পথে ১১টার দিকে ছয়বাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ইব্রাহিম খলিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। . নারায়ণগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পুরিন্দা এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় আজহার হোসেন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৫টায়। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। জানা গেছে, বিকেলে আজহার হোসেন তার বাইসাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা থেকে কান্দাইল এলাকায় তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পুরিন্দা এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . সিলেট জকিগঞ্জ সড়কে বাস দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী বাসটি শেওলা-জকিগঞ্জ সড়কের বিরশ্রী উজিরপুর নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় নারী, শিশু, বৃদ্ধসহ ৪০ যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। . মাগুরা শুক্রবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী নামকস্থানে ঢাকাগামী ট্রাক দুর্ঘটনায় ৪টি গরু মারা গেছে। জানা গেছে, ঝিনাইদহ থেকে ঢাকাগামী গরু বোঝাই ট্র্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার আলমখালী নামকস্থানে সড়কের পাশে উল্টে গেলে ৪টি গরুর মৃত্যু হয়। এই সময় চালক হেলপারসহ কয়েকজন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
×