ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী এএসআই গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫০, ১৮ আগস্ট ২০১৮

স্ত্রী হত্যার অভিযোগে  স্বামী এএসআই  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ আগস্ট ॥ মির্জাপুরে পুলিশের এএসআই মামুনের বিচার ও ফাঁসির দাবিতে নিহত শিল্পীর গ্রাম জোগিরকোফা গ্রামবাসী বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। তারা এই হত্যার জন্য শিল্পীর স্বামী মামুনকে দায়ী করে তাকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার বেলা ১১টায় পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচী পালন করে। মানববন্ধনে উপস্থিত গ্রমবাসী অভিযোগ করেন, গত সোমবার বিকেলে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের এএসআই মামুন তার স্ত্রী শিল্পী বেগমকে কুপিয়ে হত্যা করে নাটক সাজিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। এদিকে আহত মামুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল সরকার জানিয়েছেন। নিহত শিল্পীর ভাই মোস্তফা বাদী হয়ে মামুনকে প্রধান করে চারজনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করে। মামলা হওয়ার পর পুলিশ মামুনের বাবা আবুল কাশেম এবং মা অজুফা বেগমকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে জবানবন্দী রেকর্ড করার জন্য তাদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে রুপন কুমার দাসের আদালতে হাজির করা হয়। শুক্রবার পর্যন্ত তাদের জবানবন্দীর বক্তব্য জানা যায়নি। এদিকে মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার না করায় জোগিরকোফা গ্রামের দুই শতাধিক নারী পুরুষ ও শিশু-কিশোর বিক্ষোভ মিছিল নিয়ে শুক্রবার সকালে উপজেলা সদরে আসে এবং মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
×