ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিরাবাদ ও খুলশীর ৪৩ বাড়ির মালিকানা সরকারের কাছেই থাকছে

প্রকাশিত: ০৫:৩১, ১৮ আগস্ট ২০১৮

নাসিরাবাদ ও খুলশীর ৪৩ বাড়ির মালিকানা সরকারের কাছেই থাকছে

চট্টগ্রামের নাসিরাবাদ ও খুলশীর ৪৩টি সরকারী বাড়ির মালিকানা সরকারের কাছেই থাকবে। এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট। চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটির পক্ষে তৎকালীন সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের রিটের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে উচ্চ আদালত এসব বাড়ি ব্যক্তিগত মালিকানায় দেয়ার আদেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন সরকারপক্ষ। এ কারণে রায়ের ওপর দুই দফায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এ নিয়ে দীর্ঘ শুনানি শেষে সোমবার আগের রায় বাতিল করে এসব বাড়ির মালিকানা সরকারের কাছে থাকবে বলে আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। ১১২ একরের এসব সম্পত্তির বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা। -স্টাফ রিপোর্টার
×