ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’বছরেও জবাব মেলেনি মিতু হত্যার তদন্তে

প্রকাশিত: ০৫:৩০, ১৮ আগস্ট ২০১৮

 দু’বছরেও জবাব মেলেনি মিতু হত্যার তদন্তে

স্টাফ রিপোর্টার ॥ কেন এবং কে খুন করিয়েছে, দু’বছরেও এসব প্রশ্নের জবাব মেলেনি, সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা মিতু হত্যার তদন্তে। এখনও তদন্তই শেষ করতে পারেনি পুলিশ। দেয়া হয়নি অভিযোগপত্রও। তবে বরাবরের মতোই পুলিশ কর্মকর্তাদের দাবি, প্রধান সন্দেহভাজন মুসাকে গ্রেফতার করা গেলেই বেরিয়ে আসবে সব রহস্য। সব মিলিয়ে হতাশ স্বজনরা। কেন খুন হতে হলো সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুকে? হত্যার মূল পরিকল্পনকারী কে? দু’বছর কেটে গেলেও চট্টগ্রামে আলোচিত এই হত্যা রহস্য এখনও বের করতে পারেনি পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি, প্রধান সন্দেহভাজন মুসাকে পেলেই মিলবে সব প্রশ্নের উত্তর। কিন্তু দীর্ঘদিন ধরেই পলাতক মুসা। অবাক করার বিষয়, তাকে গ্রেফতারে তেমন কোন উদ্যোগও নেই প্রশাসনের। ফলে দু’বছর কেটে গেলেও মামলাটির অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে শুরুতে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও এক বছর ধরে তেমন কোন নড়চড় নেই। ফলে হতাশ স্বজনরাও। এতদিনেও চাঞ্চল্যকর এ হত্যার তদন্ত শেষ না হওয়ায় বিচারকাজ বিলম্বিত হওয়ার শঙ্কা জানিয়েছেন আইনজীবীরা। মামলায় ১১ আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় দুইজন। পলাতক আছে আরও দুজন। বর্তমানে তিনজন রয়েছে জামিনে। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে নৃশংসভাবে খুন হন মাহমুদা মিতু।
×