ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবর্জনার স্তূপে পরিণত হয়েছে রাজশাহীর পশু বিক্রির সিটি হাট

প্রকাশিত: ০৫:২৯, ১৮ আগস্ট ২০১৮

 আবর্জনার স্তূপে পরিণত হয়েছে রাজশাহীর পশু বিক্রির সিটি হাট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে রাজশাহীর পশু বিক্রির সিটি হাট। ঈদ-উল-আজহাকে সামনে রেখে কোরবানির পশু বেচাকেনা শুরু হলেও হাটের এমন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। ইজারার একটি অংশ হাটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও সিটি কর্পোরেশন এ দিকে কোন কর্ণপাত করে না বলে অভিযোগ ইজারাদারদের। অবশ্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা। উত্তরের সবচে বড় কোরবানির পশুর হাট হিসেবে পরিচিত রাজশাহীর সিটি হাট। কিন্তু গত কয়েক বছর ধরে নগরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বর্জ্য হাটের পূর্ব পাশে ফেলছে সিটি কর্পোরেশন। ফলে একটু বৃষ্টিতে হাটে জমে যায় কাদা আর হাঁটু পানি। বর্তমানে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এটি। ঈদ-উল-আজহা সামনে রেখে কোরবানির পশু বেচাকেনা শুরু হলেও দুর্গন্ধে হাটে টিকতে পারছেন না ক্রেতা বিক্রেতা। প্রতি বছর ইজারা থেকে পাওয়া অর্থের একটি অংশ হাটের উন্নয়নে ব্যয় হবার কথা থাকলেও বারবার তাগাদা দিয়েও সিটি কর্পোরেশন কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ইজারাদারদের। তার ওপর কর্পোরেশনের ফেলা বর্জ্য বাড়িয়েছে বিড়ম্বনা। তবে সঙ্কট নিরসনে শীঘ্রই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কর্পোরেশনের দায়িত্বশীল এই কর্মকর্তা। চলতি বছর প্রায় সাড়ে তিন কোটি টাকায় হাটটি ইজারা দেয় সিটি কর্পোরেশন। প্রতি রবিবার ও বুধবার এখানে প্রায় দুই হাজার থেকে ৩ হাজার গরু মহিষ বিক্রি হয়।
×