ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রীতি ম্যাচ নীলফামারীতে

প্রকাশিত: ০৫:২৬, ১৮ আগস্ট ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রীতি ম্যাচ নীলফামারীতে

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে এর আগে ২৯ আগস্ট দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে নীলফামারী জেলা শহরে নবনির্মিত শেখ কামাল স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে যাচ্ছে উত্তরবঙ্গের নীলফামারী জেলা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে শুক্রবার নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা প্রশাসক নাজিয়া সুলতানার সভাপতিতে প্রস্তুতি সভায় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ আগস্ট এই প্রীতি ম্যাচটির জন্য নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাফুফের সহযোগিতায় এই প্রীতি ফুটবল ম্যাচের টিকেট জেলার সকল বাণিজ্যিক ব্যাংকে আগামী ২৬ হতে ২৮ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ৩৬৯ সিটের ভিআইপি গ্যালারির জন্য ১০০০ টাকা। সাধারণ গ্যালারির মহিলাদের ১ হাজার সিট ও পুরুষদের ১৯ হাজার সিটের জন্য ১০০ টাকা করে নির্ধারন করা হয়েছে। সভায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের জন্য সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশ বাহিনীর সঙ্গে র‌্যাব সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারীর উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আব্দুস সোহবান, সার্ক চেম্বারের নির্বাহী সদস্য ইঞ্জিঃ এস,এম সফিকুল আলম, বসুন্ধরা কিংস ব্রান্ডের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী প্রমুখ। প্রস্তুতি সভার প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, উত্তরবঙ্গের শান্ত জেলা হিসেবে পরিচিত নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই প্রীতি ম্যাচটি ঘিরে নীলফামারী জেলাকে আমরা নবরূপে সাজাতে চাই। এ জন্য স্থানীয়ভাবে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত দেশের মাটিতে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা খুবই পরিচিত এক নাম। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর যশোরে ও ২৭ অক্টোবর রাজশাহীতে লঙ্কানদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যশোরে ১-১ গোলে ড্র করলেও রাজশাহীতে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা। এছাড়া ২০১৬ সালের ৮ জানুয়ারি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-২ গোলের জয়টি ভুলে যাওয়ার কথা নয়। অনেকদিন বাদে বাংলাদেশের সামনে আবার লঙ্কানরা এবার মুখোমুখি হবে নীলফামারীর মাটিতে। দুই দলের জন্যই ম্যাচটি হতে যাচ্ছে সাফ ফুটবলের ড্রেস রিহার্সাল। কারণ এর পাঁচদিন পরই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। পরের দিনেই ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ফলে প্রীতি ম্যাচের আড়ালে দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সাফে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে আছে নেপাল, ভুটান ও পাকিস্তান। গ্রুপ-‘বি’তে শ্রীলঙ্কার সঙ্গী ভারত ও মালদ্বীপ।
×