ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশ বছর নিষিদ্ধ জামশেদ

প্রকাশিত: ০৫:২৫, ১৮ আগস্ট ২০১৮

দশ বছর নিষিদ্ধ জামশেদ

স্পোর্টস রিপোর্টার ॥ স্পট ফিক্সিংয়ের দায়ে সকল ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন নাসির জামশেদ। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তাকে এই শাস্তি দিয়েছে। তদন্তে সহযোগিতা না করায় গত বছরের ডিসেম্বরে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যা থেকে মুক্তি পেয়েছিলেন চলতি বছরের এপ্রিলে। কিন্তু চার মাসের ব্যবধানে আবারও নিষেধাজ্ঞার খড়গ নেমে এলো জামশেদের ওপর। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার বেশিরভাগ অভিযোগই প্রমাণিত হওয়ায় বাঁহাতি এই ওপেনারকে দীর্ঘ এক দশকের জন্য নিষিদ্ধ করল পিসিবি। এতে একসময়ের আলোচিত ব্যাটসম্যানের ক্যারিয়ারই কার্যত শেষ হয়ে গেল। এমনকি ক্রিকেট কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোন ব্যাপারে অংশ নিতে পারবেন না পাকিস্তানের হয়ে ৪৮ ওয়ানডে ও দুটি টেস্ট খেলা ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। গত বছর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে ছয় পাকিস্তানী ক্রিকেটারের বিরুদ্ধে। জামশেদ তাদের মধ্যে অন্যতম। তিনি অবশ্য নিজের দোষ স্বীকার করেননি।
×