ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিষেকের অপেক্ষায় সি আর সেভেন

প্রকাশিত: ০৫:২৫, ১৮ আগস্ট ২০১৮

 অভিষেকের অপেক্ষায় সি আর সেভেন

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ ও স্প্যানিশ লা লিগা মাতিয়েছেন। মাতানোর অপেক্ষায় ইতালিয়ান সিরি’এ। শীর্ষ লীগগুলোর মধ্যে আপাতত বাকি আছে জার্মান বুন্দেসলিগা ও ফরাসী লীগ ওয়ান। বলা হচ্ছে, সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা। বর্তমান ফিফা সেরা তারকা মাসখানেক হলো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছেন। ইতালির ক্লাবটির হয়ে ইতোমধ্যে আনঅফিসিয়ালি অভিষেক হয়েছে সি আর সেভেনের। এবার হতে যাচ্ছে আনুষ্ঠানিক অভিষেক। আজ শনিবার শুরু হচ্ছে সিরি’এ লীগের ২০১৮-১৯ মৌসুম। প্রথমদিন প্রথম ম্যাচে মাঠে নামছে জুভেন্টাস। এ্যাওয়ে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে চিয়েভো। কিছুটা শঙ্কা থাকলেও এই ম্যাচেই সিরি’এ লীগে জুভেন্টাসের হয়ে অভিষেক হয়ে যাচ্ছে পর্তুগাল অধিনায়কের। অবশ্য এই মুহূর্তে ইতালিতে ব্রিজ ধসের ঘটনায় সারাদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। ফলে জুভেন্টাসের বিপক্ষে চিয়েভোর খেলা পেছানোর শঙ্কা আছে। গত মঙ্গলবার সকালে জেনোয়ায় ৪৫ মিটারের বেশি উচ্চতাসম্পন্ন মোরান্দি ব্রিজ ধসে ৩৯ জন মারা যান। ফলে সিরি’এ’র দুটি খেলা এরই মধ্যে বাতিল হয়েছে। স্যাম্পদোরিয়ার বিপক্ষে ফিওরেন্টিনা ও এসি মিলানের বিপক্ষে জেনোয়ার খেলা মাঠে গড়াবে না। জুভেন্টাসে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করা রোনাল্ডো চিয়েভোর বিপক্ষে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আন্দ্রে আগনেলি ম্যাচটি বাতিল করার জন্য অনুরোধ করেন। স্যাম্পদোরিয়ার চেয়ারম্যান এ ব্যাপারে বলেন, ‘আমি আগনেলির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, জুভেন্টাস খেলবে না। এখন ফুটবল খেলার কথা চিন্তা করাই যায় না, কারণ শনিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।’ এমনকি ফিওরেন্টিনা থেকেও জানানো হয়েছে, ‘আমরা মনে করি, জেনোয়ায় যা হয়েছে তার সামনে সবকিছুই গৌণ। এ মুহূর্তে ইতালির ফুটবল স্থগিত করে শোক প্রকাশ করা উচিত। শোকাহত পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। ফুটবল আনন্দের, কিন্তু এই শোকের মুহূর্তে আমাদের জেনোয়ার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত।’ তবে সিরি’এ কর্তৃপক্ষ জানিয়েছে, জেনোয়ার স্থানীয় নয় এমন খেলাগুলো চলবে। খেলোয়াড়রা খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবেন এবং ক্ষতিগ্রস্তদের সম্মান জানাতে হাতে কালোব্যান্ড পরবেন। বিবৃতিতে বলা হয়, ‘সিরি’এ সভাপতি স্যাম্পদোরিয়া-ফিওরেন্টিনাা এবং মিলান-জেনোয়া ম্যাচ স্থগিত করেছেন। উভয়ের সম্মতিতে এবং অনুরোধক্রমে ১৯ আগস্টের ম্যাচ দুটি স্থগিত করা হলো। সিরি’এ’র প্রথম রাউন্ডের অন্যান্য ম্যাচে জেনোয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য এক মিনিট নীরবতা পালন শেষে খেলা শুরু হবে। খেলোয়াড়দের হাতে কালোব্যান্ড থাকবে।’ জুভেন্টাসের খেলাটি বাতিল হলে রোনাল্ডোর অভিষেক হবে পরবর্তী ম্যাচে। ২৫ আগস্ট এ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ল্যাজিও’র বিপক্ষে মাঠে নামবে তুরিনের ওল্ডলেডিরা। তবে সর্বশেষ খবরে জানা গেছে, আজ জুভেন্টাসের খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা বেশি। আর তাই অভিষেকও হয়ে যাচ্ছে রোনাল্ডোর। এক সপ্তাহ আগে প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে জুভেন্টাসের ‘বি’ দলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। যে ম্যাচে শুরুতে গোলও পেয়ে যান। তবে জুভেন্টাসের হয়ে সাবেক রিয়াল তারকার আসল অভিষেকটা হওয়ার কথা আজই। কিন্তু দুঃখের বিষয়, রোনাল্ডোর এমন একটি রোমাঞ্চকর দিনে ইতালিতে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। অর্থাৎ ইতালিতে রাষ্ট্রীয় শোকের দিনেই মিশন শুরু হতে যাচ্ছে সি আর সেভেনের। রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়ে চলতি মৌসুমে জুভেন্টাসে নাম লেখানো রোনাল্ডোকে নিয়ে আগামী ৪ মৌসুমে বাজিমাত করার স্বপ্ন বুনছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সাবেক ইতালিয়ান ও রিয়াল মাদ্রিদ ফুটবলার এ্যান্টনিও ক্যাসানো এমন মনে করেন। তিনি বলেন, এটা আর এখন বলার অপেক্ষা রাখে না যে ২০২২ সাল পর্যন্ত জুভেন্টাসের শিরোপা নিশ্চিত। রোনাল্ডো কমপক্ষে ৪০ গোল করে করবেন। ইন্টার মিলার ব্যতীত আর কোন দলের কোনরকমের সম্ভাবনাই দেখছি না আমি।
×