ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেনের বাইরে স্প্যানিশ লীগ!

প্রকাশিত: ০৫:২৫, ১৮ আগস্ট ২০১৮

 স্পেনের বাইরে স্প্যানিশ লীগ!

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ইতিহাসে এবারই প্রথম স্পেনের বাইরে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ লা লিগার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মেসি-রামোস-গ্রিজম্যানদের ম্যাচ! এটা মূলত স্প্যানিশ লা লিগা এবং মিডিয়া কোম্পানি রিলেভেন্টের ১৫ বছরের সম্পর্কের পরিকল্পনারই অংশ। যারা প্রাক মৌসুমে হওয়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপেরও আয়োজক। যার লক্ষ্য এবং উদ্দেশ্য উত্তর আমেরিকায় ফুটবলের বাজার তৈরি করা। স্প্যানিশ লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাসই এ বিষয়টা সামনে এনেছেন। তবে এমন ধারণাকে ইতিবাচকভাবে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা। গণমাধ্যমও এমনটার বিপক্ষে। কখন, কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাচগুলো? কোন দলগুলোর ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে? আমেরিকার স্টেডিয়ামকে প্রতিষ্ঠিত করতে মূল্য হারাবে স্পেনের কোন্ ভেন্যু? মৌসুমের কোন সময়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্পেনের বাইরে? স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ঘোষণার পর থেকেই এরকম অসংখ্য প্রশ্নের উত্তর চাইছে ফুটবলপ্রেমীরা। স্প্যানিশ লা লিগার কাছে প্রশ্ন ছুড়েছিল বিবিসিও। জবাবে তারা দল ম্যাচ, সময় কিংবা মৌসুমের বিষয়টি নিশ্চিত করতে পারেনি বলে জানায়। এর আগে এক সাক্ষাতকারে তেবাস বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ-বার্সিলোনার মধ্যকার এল ক্লাসিকো কখনই স্পেনের বাইরে হবে না।’ কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অংশ হিসেবে ২০১৭ সালের জুলাইয়ে মায়ামিতে স্প্যানিশ দুই ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচের আয়োজন করেছিল।
×