ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৪ ছক্কার ম্যাচে ব্রাভো-ঝড়

প্রকাশিত: ০৫:২৩, ১৮ আগস্ট ২০১৮

 ৩৪ ছক্কার ম্যাচে ব্রাভো-ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে যেন সত্যি ঝড় উঠেছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পরুশু চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়েছেন সেন্ট লুসিয়া স্টার্স ও ত্রিনবাগো নাইটরাইডার্সের দু-দলের ব্যাটসম্যানরা। প্রথমে ডেভিড ওয়ার্নার, কাইরেন পোলার্ডরা বোলারদের নাস্তানবুদ করেছেন, পরে তাঁদের বোলারদেরও সেই তোপ ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষ তারকা ড্যারেন ব্রাভো! দু-দল মিলিয়ে মোট ছক্কা হাঁকিয়েছে ৩৪টি, টি২০ ইতিহাসে যা যৌথভাবে রেকর্ড। তবে ৩৬ বলে ৬ চার ও ১০ ছক্কায় অপরাজিত ৯৪ রানের পথে আর সবাইকে ম্লান করে দিয়েছেন ব্রাভো। ২১২ রান টপকে ১ বল আগে তার দল ত্রিনবাগোও পেয়েছে ৫ উইকেটের জয়। সেন্ট লুসিয়ায় বোলারদের ওপর দিয়ে কী ঝড়টাই না গেছে! ম্যাচে বোলিং করা ১২ জনের অর্ধেকেরই ওভারপ্রতি দশের ওপরে রান দেয়া সে কথাই বলছে। প্রথমে ঝড়টা গেছে ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলারদের ওপর দিয়ে। সেন্ট লুসিয়া স্টারস ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২১২ রান। ডেভিড ওয়ার্নার ৫৫ বলে ৭২, রাকিম কর্নওয়াল ২৯ বলে ৫৩ ও কাইরন পোলার্ড ২৩ বলে ৬৫ রান করে দলকে রানের পাহাড়ে নিয়ে যান। পোলার্ড হাঁকান ৭টি ছক্কা, কর্নওয়াল ৫টি, ওয়ার্নার ৩টি, আন্দ্রে ফ্লেচার একটি। ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়ে ২১২ রান করেও ম্যাচটা কিন্তু জিততে পারেনি সেন্ট লুসিয়া! ড্যারেন ব্রাভোর ৩৬ বলে ৯৪ রানের টর্নেডো ইনিংসে এক বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে ত্রিনবাগো। সেন্ট লুসিয়ার ১৬ ছক্কা ছাড়িয়ে ত্রিনবাগোর ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি! এর মধ্যে ব্রাভো একাই মেরেছেন ১০টি, যার ৫টি আবার এক ওভারে। ৩৪ ছক্কা কোনো টি২০তে ম্যাচে সর্বোচ্চ। ২০১৬ সালে নিউজিল্যান্ডের সুপার স্মাশ টি২০তে সেন্ট্রাল ডিসট্রিক্টস ও ওটাগো ম্যাচেও হয়েছিল ৩৪ ছক্কা। শেষ পাঁচ ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৮৫ রান। ১৬তম ওভারে কাইরন পোলার্ডকে ৫ ছক্কা হাঁকিয়ে ব্রাভো তোলেন ৩২ রান! প্রথম চার বলে চার ছক্কা, পঞ্চম বলে ডাবল নিয়ে শেষ বলে আবার ছক্কা। সিপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে ওভার এটিই। বহুল আলোচিত বল টেম্পারিং ইসুত্যে জাতীয় দল থেকে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নারের এটিই প্রথম প্রতিযোগীতামুক টুর্নামেন্ট। খেলাটা যে তার রক্তে সেটিই প্রমাণ করেন অসি-তারকা উইলোবাজ। ৫৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপাাজিতক ৭২ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিয়েছেন তিনি। যদিও তার দল সেন্ট লুসিয়াকে শেষ পর্যন্ত হারতে হয়েছে ওই এক দানবীয় ব্রাভোর কাছে। সিপিএলে এবার দারুণ সব ম্যাচ দেখছে বিশ্ব। টুর্নামেন্টে খেলছেন আরেক নিষিদ্ধ অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথও।
×