ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টি-বাধা পেরুলেন হ্যালেপ

প্রকাশিত: ০৫:২৩, ১৮ আগস্ট ২০১৮

 বৃষ্টি-বাধা পেরুলেন হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ সিনসিনাটি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন সিমোনা হ্যালেপ। বৃহস্পতিবার দ্বিতীয়পর্বের ম্যাচে টুর্নামেন্টের শীর্ষ বাছাই হ্যালেপ ৪-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ার এজলা তোমালজানোভিচকে। অথচ বুধবার প্রথম সেটেই কিন্তু হেরেছিলেন তিনি। দ্বিতীয় সেট যখন ৩-৩ সমতায় তখনই শুরু হয় বৃষ্টি। যে কারণে ম্যাচ স্থগিত করা হয়। তবে বৃহস্পতিবার প্রতিপক্ষকে আর ছাড় দেননি ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। এই মুহূর্তে টেনিস কোর্টের সবচেয়ে আলোচিত নাম সিমোনা হ্যালেপ। দারুণ সময় কাটছে রোমানিয়ান এই টেনিস তারকার। ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টও নিজের শোকেসে তুলেন তিনি। এরপর গত সপ্তাহেই রজার্স কাপের চ্যাম্পিয়ন হন রোমানিয়ান তারকা। তাও আবার ফাইনালে ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সকে পরাজিত করে। চলতি মৌসুমে এটা তার তৃতীয় শিরোপা। রজার্স কাপের শিরোপা জয়ের পর র‌্যাঙ্কিংয়ের পয়েন্টেও ব্যাপক অগ্রগতি হয় তার। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির চেয়ে প্রায় দুই হাজার র‌্যাটিং পয়েন্টের ব্যবধান হ্যালেপের। যে কারণে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই সিনসিনাটি মাস্টার্সের কোর্টে নামেন তিনি। এদিকে সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা বৃহস্পতিবার তৃতীয়পর্বের ম্যাচে ৬-৪ এবং ৬-২ গেমে হারান ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে। দুইবারের উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভা। ২০১২ সালে সর্বশেষ সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল খেলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার শিরোপা জয়ের লড়াইয়ে হেরে যান তিনি। তবে এবার কী সেই আক্ষেপ ঘুচবে কেভিতোভার? অপেক্ষা এখন সেটাই দেখার। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে চেক তারকা জিতলেও সমর্থকদের হতাশ করেছেন এ্যাঞ্জেলিক কারবার, একাটেরিনা মাকারোভা, ক্যারোলিন গার্সিয়া এবং স্লোয়ানে স্টিফেন্স। একই দিনে সিনসিনাটি মাস্টার্সের তৃতীয়পর্ব থেকে ছিটকে গেছেন টুর্নামেন্টের ফেবারিট চার তারকা। গত মাসেই উইম্বলডনের শিরোপা জিতেছেন এ্যাঞ্জেলিক কারবার। ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারে তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পর সাময়িক বিরতিতে ছিলেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। বিরতির পর এই সিনসিনাটি মাস্টার্স দিয়েই কোর্টে ফেরেন সাবেক নাম্বার ওয়ান এ্যাঞ্জেলিক কারবার। শুরুটা মোটেও ভাল হয়নি তার। কষ্টের জয়ে দ্বিতীয়পর্বের বাধা পেরিয়েছিলেন তিনি। তবে তৃতীয় রাউন্ডের বাধা আর অতিক্রম করতে পারেননি কারবার। টুর্নামেন্টের ১৩তম বাছাই মেডিসন কেইসের কাছে এদিন ২-৬, ৭-৬ (৭/৩) এবং ৬-৪ গেমে হেরে তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন এ্যাঞ্জেলিক কারবার। উইম্বলডনের শিরোপাজয়ীকে হারিয়ে উচ্ছ্বসিত আমেরিকান তারকা। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এমন জয়ে আমি খুব খুশি। অনেক দূর যেতে চাই আমি।’ এছাড়া দিনের অন্য ম্যাচে ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর কাছে ৭-৬ (৭/৫) এবং ৬-২ গেমে হার মানেন রাশিয়ার অবাছাই একাটেরিনা মাকারোভা। দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারান বেলারুশ খেলোয়াড় এরিনা সাবালেঙ্কা। এদিন তিনি ৬-৪, ৩-৬ এবং ৭-৫ গেমে হারান ষষ্ঠ বাছাই ক্যারোলিন গার্সিয়াকে। আরেক ম্যাচে স্লোয়ানে স্টিফেন্সের প্রতিপক্ষ ছিলেন বেলজিয়ামের এলিস মার্টেন্স। ১৫তম বাছাই মার্টেন্সের কাছে হেরেই বিদায় নিতে হয় ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়নকে। বেলজিয়ামের এলিস মার্টেন্স তৃতীয় রাউন্ডের ম্যাচে ৭-৬ (১০/৮) এবং ৬-২ গেমে পরাজিত করেন সিনসিনাটি মাস্টার্সের তৃতীয় বাছাই স্লোয়ানে স্টিফেন্সকে। আমেরিকান তারকাকে হারিয়ে শেষ আটের টিকেট কেটে দারুণ রোমাঞ্চিত এলিস মার্টেন্স।
×