ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে নিয়ে এ্যালবাম ‘বজ্রকণ্ঠের শ্রেষ্ঠ নায়ক’

প্রকাশিত: ০৫:১৬, ১৮ আগস্ট ২০১৮

 বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে নিয়ে এ্যালবাম ‘বজ্রকণ্ঠের শ্রেষ্ঠ নায়ক’

স্টাফ রিপোর্টার ॥ চলছে শোকের মাস আগষ্ট। ১৯৭৫ সালে এ মাসের ১৫ তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্য করে তৎকালীন সময়ের কতিপয় বিপথগামী সেনা সদস্য। সেই শোক বছরের পর বছর ধরে বহণ করে চলেছে পুরো জাতি। শোকের মাসে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে মিশ্র এ্যালবাম ‘বজ্রকণ্ঠের নায়ক’। এ্যালবামের সবগুলো গান লিখেছেন আসমা টগর। ব্যাতিক্রমী এই এ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এ্যালবামে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম হলো- পনেরো আগস্টেও বেদনা, শেখ মুজিব একটি নাম, বঙ্গবন্ধুকে জানো, শোন নতুন প্রজন্ম, বঙ্গমাতা, তাদের কেউ নাই, স্বাধীনতা তুমি, জয় বাংলা, একজনই শুধু ও তোমরা ঘাতক। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- প্রিয়াংকা গোপ, অপু সরকার, ইউসুফ আহমেদ খান, বন্দনা চক্রবর্তী, আবু বকর সিদ্দিক ও প্রিয়াংকা বিশ্বাস। এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন দেশবরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম।
×