ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে প্রথম পেঙ্গুইনের জন্ম

প্রকাশিত: ০৫:০৮, ১৮ আগস্ট ২০১৮

ভারতে প্রথম পেঙ্গুইনের জন্ম

ভারতের প্রথম পেঙ্গুইন ছানা জন্ম নিল মুম্বাইয়ের এক চিড়িয়াখানায়। ব্রিহান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষ ঘোষণা করে ১৫ আগস্ট রাত আটটায় পেঙ্গুইন ছানাটি জন্ম নেয়। চিড়িয়াখানার কিউরেটর সঞ্জয় ত্রিপাঠী জানান, জন্মের পর থেকেই বেশ চনমনে রয়েছে ছানাটি। মা পেঙ্গুইন ছানাটিকে দানা খাওয়ানোর চেষ্টা করছে। বীর জীজাবাই ভন্সাল উদ্যানে সদ্যজাত পেঙ্গুইনের বাবা-মা মিস্টার মোল্ট ও ফ্লিপারকে নিয়ে উত্তেজনা ছিল কয়েকদিন ধরেই। চিড়িয়াখানার সবচেয়ে পুরাতন নারী সদস্য ফ্লিপার। উল্টোদিকে মিস্টার মোল্ট নবীনতম সদস্য। এই উদ্যানের পেঙ্গুইন পাড়ার সবচেয়ে চর্চিত নাম মিস্টার মোল্ট ও ফ্লিপার। চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষদের কাছেও সেরা আকর্ষণ এরা। প্রায় ৪০ দিন ধরে প্রবল যত্নের সঙ্গে ডিমটির পরিচর্যা করেন চিড়িয়াখানার কর্মীরা। তাদের মধ্যেও উৎসাহের অন্ত ছিল না। পেঙ্গুইনদের জন্য তৈরি একটি বিশেষ শীতল স্থানে ডিমটি রাখা হয়। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা দিবসের রাতে ডিমের খোলস থেকে মুক্ত হয় ছানাটি। প্রায় এক হাজার সাত শ’ স্কয়ার ফিট জায়গা জুড়ে তৈরি এই জায়গায় সবসময় ১৬ থেকে ১৮ ডিগ্রী তাপমাত্রার সমতা রাখা হয়। পানির পরিমাণও নিয়মিত দেখা হয়। সেখানে পেঙ্গুইনদের মাছ খেতে দেয়া হয়। সদ্যজাত এই পেঙ্গুইনকে নিয়ে উৎসাহের অভাব নেই চিড়িয়াখানা জুড়ে। পাশাপাশি ভারতের জলবায়ুতে ওরা মানিয়ে নিতে পারছে তা দেখে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন।-এনডিটিভি অবলম্বনে।
×