ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোলার হারিকেনে মিটছে বিদ্যুতের আলোর চাহিদা

প্রকাশিত: ০৫:০৩, ১৮ আগস্ট ২০১৮

  সোলার হারিকেনে মিটছে বিদ্যুতের আলোর চাহিদা

আজিজুর রহমান ডল, জামালপুর থেকে ॥ শিক্ষার্থীদের মাঝে সোলার হারিকেন বিতরণের ফলে ইতিবাচক প্রভাব পড়েছে। সুপার ব্রাইট এলইডি লণ্ঠন বা সোলার হারিকেনগুলো চীনের তৈরি। এই সোলার হারিকেনগুলোতে তিনটি ব্যাটারি রয়েছে। দিনের বেলা সূর্যের আলোতে ৬ ঘণ্টা চার্জ করে পরবর্তীতে টানা ৪ ঘণ্টা অনায়াসে বাতি জ্বালানো যায়। সূর্যের আলো ছাড়াও এই সোলার হারিকেনের ব্যাটারি চার্জ করার জন্য বিকল্প হিসেবে বৈদ্যুতিক লাইন বা জেনারেটরের লাইন থেকেও চার্জ করার ব্যবস্থা রয়েছে। একটি সোলার হারিকেন অন্তত ১০ হাজার ঘণ্টা ব্যবহার করা যাবে। এই হারিকেন ব্যবহারে কোনরূপ ঝুঁকি নেই। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই সোলার হারিকেন বিতরণ করায় রাতে তারা নির্বিঘ্নে পড়ালেখা করতে পারছে। তাদের মধ্যে পড়ছে ইতিবাচক প্রভাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার কর্মসূচীর অংশ হিসেবে টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় জামালপুর জেলায় টিআর ও কাবিখার বরাদ্দের শতকরা ৫০ ভাগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে পিডিবি বা পল্লী বিদ্যুতের বিদ্যুত পৌঁছেনি সেসব প্রতিষ্ঠানে সোলার সিস্টেম বরাদ্দ দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে যেসব দরিদ্র শিক্ষার্থীর বাড়িতে বিদ্যুত সংযোগ নেই বা সংযোগ থাকলেও অব্যাহত লোডশেডিংয়ের কারণে রাতে তারা লেখাপড়া করতে পারে না, তাদের মাঝে পর্যায়ক্রমে এই সোলার হারিকেন বিতরণ কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ইসলামপুর, মেলান্দহ ও জামালপুর সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই সোলার হারিকেন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসব উপজেলার চরাঞ্চলের ইউনিয়নগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সোলার হারিকেন বিতরণ করা হয়। সোলার হারিকেন পাওয়াতে শিক্ষার্থীরা রাতের বেলা টানা তিন-চার ঘণ্টা বিদ্যুতের বিকল্প হিসেবে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুতের আলোর চাহিদা মেটাতে পারছে। শুধু লেখাপড়াই নয়, এই সোলার হারিকেন পরিবারের অন্য কাজেও লাগছে। সরকারের এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মাঝে বেশ ইতিবাচক প্রভাব পড়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের টিআর/কাবিখা প্রকল্পের আওতায় হওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে এই সোলার হারিকেন কিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
×