ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনিফাইড বন্দর হিসেবে গড়ে তোলা হবে বেনাপোলকে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫০, ১৮ আগস্ট ২০১৮

ইউনিফাইড বন্দর  হিসেবে গড়ে  তোলা হবে  বেনাপোলকে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার আসার আগে বেনাপোল স্থলবন্দর থেকে মাত্র ২৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বেনাপোল স্থলবন্দর থেকে ১১১ কোটি টাকা লাভ হয়েছে। চট্টগ্রাম বন্দরে রিজার্ভ ছিল মাত্র সাড়ে ৩ হাজার কোটি টাকা বর্তমানে চট্টগ্রাম বন্দরের রিজার্ভ দাঁড়িয়েছে ১১ হাজার কোটি টাকা। মংলা বন্দরের লোকসান ছিল ১১ কোটি টাকা আজ সেখানে ৭৫ কোটি টাকা লাভ দাঁড়িয়েছে। বেনাপোল বন্দরকে আরও উন্নত করতে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে ১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। শুক্রবার সেই জমির ভেতর ২৬ একর জমির চেক দেয়া হলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শুক্রবার বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে এক সভায় এসব কথা বলেন তিনি। বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বেনাপোল স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষে বেনাপোল স্থলবন্দরের গতিশীলতা আনতে গঠিত উপদেষ্টা কমিটির ৯ম সভায় উপদেষ্টা কমিটির সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌপরিবহন সচিব (ব্যবস্থাপক) আব্দুস সামাদ, যুগ্ম-সচিব হাবিবুর রহামান, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন, খুলনা বিভাগীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর (জেনারেল ডিআইজি) মোঃ নাহিদ হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম, বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ড সভাপতি মফিজুর রহমান স্বজন, ভারত-বাংলাদেশ আমদানি রফতানি বাণিজ্যের সভাপতি মতিউর রহমান, বেনাপোল সিএ্যান্ড এফ এ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মহাসিন মিলন প্রমুখ। বেনাপোল বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আমাদের আমদানি পণ্য বিজিবি পথে পথে আটক করে হয়রানি করে। অনেক সময় বিজিবি ভুল তথ্যের ভিত্তিতে এগুলো আটক করে দীর্ঘ সময় আমাদের নাজেহাল করে থাকে। ‘আমরা বিজিবির এহেন হয়রানি থেকে মুক্তি পেতে চাই’। একথা বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। উপদেষ্টা কমিটির সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, বেনাপোল বন্দরকে ইউনিফাইড বন্দর হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য ১৭৫ একর জমি অধিগ্রহণের মধ্যে শুক্রবার ২৬ একর জমির চেক জেলা প্রশাসকের কাছে প্রদান করা হলো। আর বিজিবি যদি এ রকম হয়রানি করে থাকে তাহলে বিজিবির সঙ্গে আলাপ আলোচনা করে এর সমাধান করতে হবে।
×