ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যানইউতে মরিনহোর জায়গা নিতে চান জিদান

প্রকাশিত: ০৭:১১, ১৭ আগস্ট ২০১৮

ম্যানইউতে মরিনহোর জায়গা নিতে চান জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক এ্যাটাকিং মিডফিল্ডার জিনেদিন জিদান কোচ হিসেবেও এখন বেশ সফল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়ে রেকর্ড গড়েছেন তিনি। আগামী মৌসুমে তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার আশা প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে পর্তুগীজ কোচ জোশে মরিনহোর অধীনে ম্যানইউ সাফল্য পেতে বেশ সংগ্রামের মধ্যে রয়েছে। ৪৬ বছর বয়সী জিদান গত মে মাসেই রিয়ালের দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দেন। টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লীগ জয়ের ৫ দিনের মাথাতেই তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন। সান্তিয়াগো বার্নাব্যুতে তিনি আড়াই বছরের দায়িত্বে এছাড়াও একটি লা লিগা এবং দুটি ক্লাব বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন। ফরাসী এক পত্রিকা সম্প্রতি দাবি করেছে ইতোমধ্যেই জিদান তার পরবর্তী দায়িত্ব নেয়ার বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন। বিশেষ করে তার নজর প্রিমিয়ার লীগের দিকে। ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলের মালিক জিদান মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতেই আগ্রহী। গত মৌসুমে ওল্ডট্র্র্যাফোর্ডে কোন শিরোপা আনতে পারেননি মরিনহো। সে কারণে এ কোচ অব্যাহত চাপের মুখে আছেন বর্তমানে। যদিও গত মৌসুমে প্রিমিয়ার লীগে অন্যতম চিরশত্রু ম্যানচেস্টার সিটির চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে ম্যানইউ, এরপরও মরিনহো অবশ্য মানেপ্রাণে বিশ্বাস করেন এটিই তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
×