ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুবাসিচের বিদায় ক্রোয়েশিয়াকে

প্রকাশিত: ০৭:১০, ১৭ আগস্ট ২০১৮

সুবাসিচের বিদায় ক্রোয়েশিয়াকে

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপে তীরে এসে তরী ডুবেছে ক্রোয়েশিয়ার। স্বপ্নের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেছে তারা। শিরোপা জয়ের লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপের তৃপ্তি নিয়েই বাড়ি ফিরতে হয় ক্রোয়াটদের। তবে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন দলের রক্ষণসৈনিক ভেদরান কোরলুকা এবং তারকা স্ট্রাইকার মারিও মান্দুকিচ। এবার তাদের দেখানো পথে হাঁটলেন ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ। বুধবার জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান ৩৩ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান গোলরক্ষক। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলার একমাস পর সুবাসিচ তার সিদ্ধান্তের কথা প্রকাশ করলেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনে লেখা এক পত্রে মোনাকোর এই গোলরক্ষক জানিয়েছেন, ‘দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে আমার জাতীয় দলের প্রিয় জার্সিটিকে বিদায় জানাতে হচ্ছে। বিশ্বকাপের অনেক আগেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার পরে ক্যারিয়ার শেষ করব। রাশিয়ায় খেলতে পারাটা আমার ক্যারিয়ারের অন্যতম আবেগময় একটি মুহূর্ত। এ জন্য সকলকেই ধন্যবাদ জানাই।’ ২০০৯ সালে জন্মভূমি জাদারের হয়ে অভিষেক হয়েছিল ড্যানিয়েল সুবাসিচের। ২০১২ সালে যোগ দেন ফ্রেঞ্চ লীগ ওয়ানের অন্যতম সেরা ক্লাব মোনাকোতে। ফরাসী জায়ান্টদের হয়ে ইতোমধ্যেই নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ক্রোয়েশিয়ার এই গোলরক্ষক। দেশের জার্সিতে রাশিয়া বিশ্বকাপেও ঝলক দেখিয়েছেন ছয় ফিট তিন ইঞ্চি উচ্চতার গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী। বিশ্বকাপের শুরু থেকেই তার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। তবে ডেনমার্কের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তো নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সুবাসিচ। সেই ম্যাচে প্রতিপক্ষের তিন তিনটি পেনাল্টি শট রুখে দেন তিনি। আর তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই ডেনমার্কের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালেও ফুটবল দুনিয়ার অসংখ্য ভক্ত-অনুরাগীদের আলাদা করে মুগ্ধ করেছেন তিনি। দুটি গোল আটকে দিয়ে স্বাগতিক রাশিয়াকে যে বিদায় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
×