ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জার্মানি-আর্জেন্টিনা নেমে গেছে সেরা দশের বাইরে ফিফা র‌্যাঙ্কিং

৬ ধাপ এগিয়ে শীর্ষে ফ্রান্স, ক্রোয়েশিয়া চারে

প্রকাশিত: ০৭:০৯, ১৭ আগস্ট ২০১৮

৬ ধাপ এগিয়ে শীর্ষে ফ্রান্স, ক্রোয়েশিয়া চারে

স্পোর্টস রিপোর্টার ॥ এবার রাশিয়া বিশ্বকাপ শেষে বিশ্ব ফুটবলের র‌্যাঙ্কিংয়ে বিশাল উত্থান-পতন হয়েছে। দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স ৬ ধাপ এগিয়ে উঠে এসেছে এক নম্বরে। আর রানার্সআপ ক্রোয়েশিয়া এগিয়েছে ১৬ ধাপ, এখন তারা ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৪ নম্বর দল। তবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মাত্র এক ধাপ পিছিয়ে এখন ৩ নম্বরে। সবচেয়ে বড় অবনমন ঘটেছে ২০১৪ বিশ্বকাপ শিরোপাধারী জার্মানির। শীর্ষস্থান থেকে ১৪ ধাপ পিছিয়ে এখন তারা ১৫ নম্বরে। সেবার রানার্সআপ হওয়া আর্জেন্টিনাও ৬ ধাপ পিছিয়ে এখন ১১ নম্বরে। দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা অবস্থানে ভারত এক ধাপ এগিয়ে ৯৬ নম্বরে। আর বাংলাদেশ আগের মতোই আছে ১৯৪ নম্বরে। আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্টের পদ্ধতি ছিল নির্দিষ্ট একটি সময়ের মধ্যে মোট গেম পয়েন্টের গড় যোগ করার মাধ্যমে। কিন্তু এবার নতুন ফর্মূলায় করা হয়েছে র‌্যাঙ্কিং। এক্ষেত্রে আগের অর্জিত পয়েন্টের সঙ্গে ম্যাচ হার/জিতের জন্য পয়েন্ট যোজন-বিয়োজন করে মোট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এ কারণে এ সময়সীমার মধ্যে না খেলা দলগুলোর অর্জিত পয়েন্টে কোন পরিবর্তন আসেনি। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে যারা নকআউট পর্বে আসতে পারেনি তাদের পয়েন্ট কমার পরিমাণ অনেক বেশি। বিশেষ করে দুর্বলতর প্রতিপক্ষের সঙ্গে ড্র কিংবা হারে এই পরিমাণ অনেক। বিশ্বকাপ জেতার কারণে ফ্রান্স অর্জন করেছে প্রায় ৫২৮ পয়েন্ট। ১১৯৮ পয়েন্ট নিয়ে শুরু করা ফ্রান্স এবার শিরোপা জয়ের পর তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭২৬.৪১। আর গ্রুপপর্ব অতিক্রম করতে না পারায় জার্মানি সে জন্যই এক নম্বর স্থান থেকে নেমে গেছে ১৫ নম্বরে। আর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়াতে ৫ নম্বর থেকে ১১ নম্বরে নেমে গেছে। তবে ব্রাজিল নিজেদের চেয়ে দুর্বলতর প্রতিপক্ষ বেলজিয়ামের কাছে হেরে যাওয়াতে এক ধাপ নিচে নেমেছে। তাদের দুই নম্বর স্থান নিয়েছে তিনে থাকা বেলজিয়াম। ব্রাজিলের অবস্থান এখন তিনে। সবচেয়ে বড় উন্নতি হয়েছে ক্রোয়েশিয়ার। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠা এ দেশটি নকআউটে নিজেদের চেয়ে শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়েছে। তাই ১৬৪২.৭২ পয়েন্ট নিয়ে ১৬ ধাপ এগিয়ে এখন ফিফা র‌্যাঙ্কিংয়ের চারে তারা। ৫ নম্বরে আছে লাতিন আমেরিকার আরেকটি দল উরুগুয়ে।
×