ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বোকাকে ‘বোকা’ বানিয়ে চ্যাম্পিয়ন বার্সিলোনা

প্রকাশিত: ০৭:০৮, ১৭ আগস্ট ২০১৮

বোকাকে ‘বোকা’ বানিয়ে চ্যাম্পিয়ন বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আরও একটি শিরোপা জিতেছে বার্সিলোনা। বুধবার রাতে ন্যুক্যাম্পে আমন্ত্রণমূলক এই প্রীতি ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। নিজেদের মাঠে মেসি ছাড়াও বার্সার হয়ে গোল করেন ম্যালকম ও রাফিনহা। ট্রফি জয়ের পর মেসি চ্যাম্পিয়ন্স লীগ জয়ের প্রত্যয়ের কথা শুনিয়েছেন। প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পার ট্রফির গত আসরে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সিলোনা। বার্সিলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পারের নামানুসারে এই ম্যাচের আয়োজন করে বার্সিলোনা। এবার হয়েছে এই ট্রফির ৫৩তম সংস্করণ। আগামী শনিবার আলাভেসের মাঠে লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্নেস্টো ভালভার্ডের দল। উরুগুইয়ান তারকা সুয়ারেজকে বসিয়ে বার্সা ৪-৩-৩ ফর্মেশনে ম্যাচ শুরু করে। এ্যাটাকিংয়ে ডানদিকে ছিলেন মেসি, মাঝে মুনির এবং বাঁদিকে ম্যালকম। ম্যাচের ১৮ মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠের ঠিক ওপর থেকে ভিদাল বল ছাড়েন মেসিকে। মেসি বেশিদূর না এগিয়ে মাটিকামড়ানো পাস দেন ম্যালকমকে। ম্যালকম বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। ঢুকেই বাঁ পায়ের পুশে বল প্লেস করেন গোলে। বোকা জুনিয়র্স গোলরক্ষক এন্ডরাডার হাতের নিচ দিয়ে জালে চলে যায়। এরপর ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। ডান উইং ধরে আক্রমণে উঠে রবার্টো বক্সের সামনে বল দেন মেসিকে। মেসি বল দিতে চেয়েছিলেন মুনিরকে। সেটি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে আবার মেসির কাছে ফিরে আসে। মেসি মাথা ঠা-া রেখে তার সেই চিরচেনা চিপে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন সুয়ারেজ। আর জুনিয়র্সের কোচ নামান তেভেজকে। মেসিও দ্বিতীয়ার্ধে মাঠের বাইরে চলে যান। রাফিনহা ম্যাচের তিন নম্বর গোল করেন ৬৭ মিনিটে। বক্সের বাইরে থেকে রাফিনহা নিজেই বল দেন সুয়ারেজকে। বল রিসিভ না করে প্রথম টাচে সেটি আবার রাফিনহাকে দেন সুয়ারেজ। রাফিনহা আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল সামনে দেন। গোলরক্ষকসহ আরেকজনকে এড়িয়ে নিজে সামনে গিয়ে সেই বল জালে পাঠান। ঘরের মাঠে নিজের অভিষেক ম্যাচে গোল করা এবং মেসির সঙ্গে খেলতে পারায় দারুণ খুশি সম্প্রতি বার্সিলোনায় যোগ দেয়া ব্রাজিলের ফরোয়ার্ড ম্যালকম। গত মাসে চার কোটি ১০ লাখ ইউরোতে ফরাসী ক্লাব বোর্দো থেকে আসা ম্যালকম মেসির সঙ্গে খেলার অনুভূতি জানিয়ে বলেন, এটা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। তিনি বিশ্বসেরা। আর তার সঙ্গে একটা ম্যাচ শুরু করা এবং তার গোল বানিয়ে দেয়াটা আমাকে অনেক খুশি করে। একজন চ্যাম্পিয়ন হতে পেরে এবং এই স্টেডিয়ামে এতো সমর্থক দেখে খুবই খুশি। ক্যাম্প নউয়ে এটা আমার প্রথম ম্যাচ। আমার পরিবার স্ট্যান্ডে আছে, আর আমি গোল করলাম। এটা একটা স্বপ্ন। যদিও এটা প্রীতি ম্যাচ ছিল, তবু আমি খুব খুশি। কারণ গোল করে শুরু করাটা গুরুত্বপূর্ণ। ম্যালকম বলেন, আমরা লা লিগা শুরু করা নিয়ে চিন্তায় ছিলাম। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে এবং তারা যেভাবে আমাকে গ্রহণ করেছে তাতে আমি খুব খুশি। আমি অনেক গোল করার আশাকরি। এদিকে মেসি ট্রফি জয়ের পর নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে চান। মেসি বলেন, গত মৌসুম আমাদের ভাল কেটেছে। কারণ আমরা লা লিগা জিতেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারিনি। এবার আমরা এটা জিততে চাই।
×