ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে নারী ফুটবল লীগ

প্রকাশিত: ০৭:০৭, ১৭ আগস্ট ২০১৮

ডিসেম্বরে নারী ফুটবল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। তবে ব্যস্তসূচীর কথা মাথায় রেখে আপাতত কর্পোরেট লীগ আয়োজন করতে চায় বাফুফে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে চার দলকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মেয়েদের ফুটবলে সাফল্যের ধারা অব্যাহত রাখতে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। দেশের ফুটবল যেন মিশেছে দুটো স্রোতে। পুরুষ ফুটবলে যখন ভাটা পড়েছে ঠিক তখনই নারী ফুটবলে অবারিত সাফল্যের জোয়ার। বিশেষ করে বয়স পর্যায়ে নারী ফুটবলাররা একে একে যোগ করছে নতুন নতুন সাফল্যের পালক। ভুটানে চলমান অনুর্ধ-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও তার ধারায় মারিয়া-তহুরারা। অদম্য কিশোরীদের কথা মাথায় রেখেই দেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে এবার বাফুফে আয়োজন করছে নারী ফুটবল লীগ। তবে সারা বছরের ব্যস্ত ক্যালেন্ডারের কথা মাথায় রেখে মেয়েদের নিয়ে আপাতত চার দলের কর্পোরেট লীগ আয়োজন করবে বাফুফে। কেবল লীগ আয়োজনই নয়, মেয়েদের ফুটবলকে আরও এগিয়ে নিতে নানান পদক্ষেপও নিচ্ছে বাফুফে। তবে পৃষ্ঠপোষক স্বল্পতাসহ নানান প্রতিবন্ধকতাও রয়েছে। প্রায় মিলিয়ে যাওয়া স্বপ্নটা আবারও জাগিয়ে তুলেছে দেশের নারী ফুটবলাররা।
×