ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনসিনাটি মাস্টার্সের দ্বিতীয়পর্ব থেকেই মুগুরুজা-পিসকোভার বিদায়, ইনজুরির কারণে সরে দাঁড়ান ক্যারোলিন ওজনিয়াকি

কারবার-স্টিফেন্সের জয়

প্রকাশিত: ০৭:০৬, ১৭ আগস্ট ২০১৮

কারবার-স্টিফেন্সের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত উইম্বলডনের চ্যাম্পিয়ন। ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান এ্যাঞ্জেলিক কারবার। সেই টুর্নামেন্টের পর সিনসিনাটি মাস্টার্স দিয়ে আবারও কোর্টে ফিরেন জার্মান তারকা। ফিরেই জিতলেন মৌসুমের ৪০তম ম্যাচ। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয়পর্বের ম্যাচে স্টেফিগ্রাফের এই উত্তরসূরি ৪-৬, ৭-৫ এবং ৬-৪ গেমে হারান রাশিয়ার পাভলিউচেঙ্কোভাকে। এমন জয়ের পর দারুণ রোমাঞ্চিত এ্যাঞ্জেলিক কারবার। ম্যাচের শেষে জানালেন, পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এদিন কারবার ছাড়াও জয়ের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি, রাশিয়ার একাটেরিনা মাকারোভা, মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসন কেইস, বেলজিয়ামের এলিস মার্টেন্স, হল্যান্ডের কিকি বার্টেন্স এবং ইউএস ওপেনের শিরোপাজয়ী স্লোয়ানে স্টিফেন্স। তবে তারকাদের জয়ের দিনে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন স্পেনের সপ্তম বাছাই গারবিন মুগুরুজা এবং চেক প্রজাতন্ত্রের নবম বাছাই ক্যারোলিনা পিসকোভা। লজ্জাজনক হারে এই দু’জনই যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন এদিন। তবে উইম্বলডনের পর আবারও কোর্টে ফিরেই জয় পাওয়ার আনন্দে উদ্বেলিত এ্যাঞ্জেলিক কারবার। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টুর্নামেন্টের চতুর্থ বাছাই বলেন, ‘কোর্টে ফিরে প্রথম সেট থেকেই লড়াই করতে হয়েছে এখানে। আমি মনে করি আমার জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকার পর ছন্দ ফিরে পাওয়ার জন্য এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য টুর্নামেন্টের প্রথম ম্যাচ কখনই সহজ ছিল না। তবে জয়ের পর আমি এখন খুব খুশি।’ ২০১৬ সালটা টেনিস কোর্টে দারুণ কেটেছিল এ্যাঞ্জেলিক কারবারের। সে বছরেই বিশ্ব টেনিসে তার আলো ছড়ানোর সূচনা। অথচ গত বছরটা খুব বাজে কেটেছে জার্মান তারকার। ২০১৭ সালে টেনিস কোর্টে কারবারের বড় বাধা ছিলেন এই পাভলিউচেঙ্কোভা। সে বছর কারবারকে তিনবার হারিয়েছিলেন রাশিয়ান তারকা। কিন্তু সর্বশেষ মায়ামি ওপেনে কারবার সরাসরি সেটে হারিয়েছিলেন পাভলিউচেঙ্কোভাকে। এবার সিনসিনাটি মাস্টার্স থেকেও তাকে বিদায় করে দিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। তবে ম্যাচের শেষে প্রতিপক্ষকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন কারবার। তিনি বলেন, ‘সে এখন খুব ভাল খেলছে। আসলে গত কয়েক বছর ধরেই উচ্চ পর্যায়ের টেনিস খেলছে সে। তার ফলাফল সবসময়ই ভাল। শীর্ষ সারির খেলোয়াড়দের হারানোর অভিজ্ঞতাটা তার নিয়মিতই। আমার জন্য তো সে আরও কঠিন প্রতিপক্ষ।’ তৃতীয় রাউন্ডেও কঠিন পরীক্ষা কারবারের। যেখানে তার প্রতিপক্ষ টুর্নামেন্টের ১৩তম বাছাই মেডিসন কেইস। আমেরিকান তারকা বুধবার দিনের অন্য ম্যাচে ইতালির ক্যামিলা জিওর্জিকে ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। দারুণ জয়ে তৃতীয়পর্বে জায়গা করে নিয়েছেন মেডিসন কেইসের স্বদেশী স্লোয়ানে স্টিফেন্সও। এদিন তিনি ৬-৩ এবং ৬-২ গেমে হারান জার্মানির টাটজানা মারিয়াকে। রাশিয়ার একাটেরিনা মাকারোভা ৬-২ এবং ৬-০ গেমে হারিয়েছেন ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে। এদিকে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গারবিন মুগুরুজা এবং ক্যারোলিনা পিসকোভা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিলেন রাশিয়ান তারকা মুগুরুজা। কিন্তু ইউক্রেনের অখ্যাত লেসিয়া সুরেঙ্কোর কাছে ২-৬, ৬-৪ এবং ৬-৪ গেমে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হলো তাকে। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বলেন, ‘কুৎসিত একটা ম্যাচ খেললাম আজ। তবে লড়াই করেই হেরেছি, এ জন্য আমি খুশি।’ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছিলেন মুগুরুজা। এরপর এটাই তার প্রথম ম্যাচ। এদিকে ক্যারোলিনা পিসকোভা হেরেছেন বেলারুশের এরিনা সাবালেঙ্কার কাছে। ২-৬, ৬-৩ এবং ৭-৫ গেমে। তবে দুর্ভাগ্য ক্যারোলিন ওজনিয়াকির। হল্যান্ডের কিকি বার্টেন্সের কাছে প্রথম সেট ৬-৪ ব্যবধানে হারের পরই হাঁটুর ইনজুরির কারণে রিটায়ার্ড নিয়ে নেন ডেনমার্কের এই টেনিস তারকা।
×