ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়ায় সিসি ক্যামেরা উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ আগস্ট ২০১৮

শিমুলিয়ায় সিসি ক্যামেরা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের শিমুলিয়া ঘাটে স্থায়ী সিসি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার এ সিসি ক্যামেরার অনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ সময় আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তায় ঘাটে মোতায়েনকৃত পুলিশ সদস্যের ব্রিফিংও করেন তিনি। ব্রিফিং শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম শিমুলিয়া ঘাটে যাত্রীদের ও চলাচলরত যানবাহনের নিরাপত্তার জন্য ঘাটের বিভিন্ন পয়েন্টে লাগানো ১৬টি সিসি ক্যামেরা ঘাটের কন্ট্রোল রুম থেকে উদ্বোধন করেন। এ সময়ে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)কাজী মাকসুদা লিমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান । গম মাড়াই মেশিন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ আগস্ট ॥ মধুখালীতে সামজিক নিরাপত্তার আওতায় উপকারভোগীদের মাঝে ধান ও গম মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবারে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা পরিষদের উদ্যোগে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে ধান ও গম মাড়াই মেশিন বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এ উপকারভোগীদের মধ্যে ছিলেন, বিভিন্ন সরকারী ভাতা, পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এ উপলক্ষে ইউএনও মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা।
×