ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ আগস্ট ২০১৮

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজিঃ নং-বি-১১৯৩ (জাতীয় শ্র্রমিক লীগের অন্তর্ভুক্ত) এর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার তিতাস গ্যাস ভবন প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম (মুক্তিযোদ্ধা) ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু (মুক্তিযোদ্ধা)সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি কাজিম উদ্দিন। -বিজ্ঞপ্তি সিলেটে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ৮ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিহত ফারুক আহমদ পৌরসভার বায়মপুর গ্রামের মৃত আসদ রাজার পুত্র। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, ৩ বছর যাবৎ তিনি দেশে অবস্থান করছেন। জানা যায়, উপজেলার পৌরসভাস্থ বায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিনের সঙ্গে নিহত ফারুক আহমদের ফসলি জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলামোকদ্দমা চলে আসছে। এ নিয়ে পূর্বেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টায় ফারুক আহমদের লোকজন বিরোধীয় জমিতে ধানের চারা রোপণ করতে গেলে ইসলাম উদ্দিনের লোকজন বাধা প্রদান করে।
×