ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশসহ আহত ১৫

বকেয়া বেতন দাবিতে জুট মিলে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ আগস্ট ২০১৮

বকেয়া বেতন দাবিতে জুট মিলে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ আগস্ট ॥ সরিষাবাড়ী উপজেলার আলহাজ জুট মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় তারা সরিষাবাড়ী-জামালপুর-তারাকান্দি মহাসড়কে অবরোধ ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা জরুরী সভা করে বকেয়া পরিশোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ও রবিবার পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়। আলহাজ জুট মিল শ্রমিকরা জানায়, পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় ৭০ লাখ বকেয়া রেখে গত ২১ জুলাই কর্তৃপক্ষ মিলটি বন্ধ করে দেয়। মিল চালু ও বকেয়া পরিশোধে শ্রমিক-কর্মচারীদের দাবির প্রতি কর্তৃপক্ষ কোন সাড়া না দেয়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিলের সহস্রাধিক শ্রমিক মিল গেটে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে তারা মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে টায়ারে অগ্নিসংযোগ এবং জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। দুপুর আড়াইটা পর্যন্ত অবরোধ চলাকালে জেলার সঙ্গে একমাত্র যোগাযোগের এ রাস্তায় সব ধরনের যানবাহন ও যমুনা সার কারখানার পরিবহন বন্ধ হয়ে যায়। এ সময় খবর পেয়ে সরিষাবাড়ী থানা ও জামালপুরের রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাঁধে। গুরুতর আহতরা হলেন- সিবিএর কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, শ্রমিক আবুল, লাইলি, জাহানারা, মালেকা বেগম, জরিনা বেগম ও শান্তি। দুপুর আড়াইটায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ মাঠে তারা এক সভা করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, আলহাজ জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, ওসি (তদন্ত) মুহাব্বত কবীর উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আগামী রবিবার মালিক পক্ষের সঙ্গে ঢাকায় বসে বকেয়া পরিশোধে ব্যবস্থার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
×